Wednesday, November 5, 2025

আজ থেকে শুরু সেমিফাইনাল, তার আগে নজরে কে এগিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে

Date:

Share post:

আজ থেকে শুরু কাতার বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব। সেমিফাইনালে উঠেছে আর্জেন্তিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স এবং মরক্কো। আজ আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া। আগামিকাল ফ্রান্সের মুখোমুখি মরক্কো। জমে উঠেছে বিশ্বকাপ। আর মাত্র চারটে ম্যাচ। তার পরেই স্পষ্ট হয়ে যাবে কাতার বিশ্বকাপ জিতবে কোনও দল। পাশাপাশি জোর চর্চা চলছে সোনার বুট কে জিতবেন, তা নিয়েও। আর এই লড়াইটা মূলত কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি এবং অলিভার জিরু, এই ত্রয়ীর মধ্যে। এছাড়াও দৌড়ে আছেন আর্জেন্তিনার জুলিয়ান আলবারেস, ক্রোয়েশিয়ার আন্দ্রে ক্রামারিচ ও মরক্কোর ইউসুফ এন নেসিরি।

৫টি গোল করে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার এক নম্বরে রয়েছেন ফ্রান্সের কিলিয়ন এমবাপে। ফরাসি তারকা গ্রুপ লিগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে করেছিলেন জোড়া গোল। প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে ফের জোড়া গোল এসেছিল এমবাপের পা থেকে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গোল পাননি। বুধবার মরক্কোর বিরুদ্ধে এমবাপে কী করেন, তা দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবল দুনিয়া।

বিশ্বকাপে এখনও পর্যন্ত মেসি এবং ফরাসি স্ট্রাইকার জিরু করেছেন চারটি করে গোল। গ্রুপ লিগে সৌদি আরব ও মেক্সিকোর বিরুদ্ধে একটি করে গোল করেছিলেন মেসি। এরপর প্রি-কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালেও একটি করে গোল করেছেন আর্জেন্তাইন মহাতারকা।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে বিশ্বকাপ শুরু করেছিলেন ফ্রান্সের জিরু। এরপর পোল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটি করে গোল করেছেন।

জুলিয়ান আলবারেস এখনও পযর্ন্ত করেছেন দু’টি গোল। এবারের বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে নজর কেড়েছেন আলবারেস। পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে প্রথম গোল করেছিলেন তিনি। দ্বিতীয় গোল করেছেন প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

আন্দ্রে ক্রামারিচও এখনও পযর্ন্ত করেছেন দুটি গোল। কানাডার বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকার। তিনি ক্রোয়েশিয়ার অন্যতম ভরসা। দলকে জিততে হলে আরও গোল করতে হবে ক্রামারিচকে।

ইউসুফ এন নেসিরির এখনও পযর্ন্ত বিশ্বকাপে করেছেন দুটি গোল। মরক্কোর এই ফুটবলারের গোলেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। গ্রুপে কানাডার বিরুদ্ধেও গোল করেছেন তিনি। গোলের জন্য তাঁর দিকেই তাকিয়ে রয়েছে দল।

 

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...