Saturday, May 3, 2025

আজ থেকে শুরু সেমিফাইনাল, তার আগে নজরে কে এগিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে

Date:

Share post:

আজ থেকে শুরু কাতার বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব। সেমিফাইনালে উঠেছে আর্জেন্তিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স এবং মরক্কো। আজ আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া। আগামিকাল ফ্রান্সের মুখোমুখি মরক্কো। জমে উঠেছে বিশ্বকাপ। আর মাত্র চারটে ম্যাচ। তার পরেই স্পষ্ট হয়ে যাবে কাতার বিশ্বকাপ জিতবে কোনও দল। পাশাপাশি জোর চর্চা চলছে সোনার বুট কে জিতবেন, তা নিয়েও। আর এই লড়াইটা মূলত কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি এবং অলিভার জিরু, এই ত্রয়ীর মধ্যে। এছাড়াও দৌড়ে আছেন আর্জেন্তিনার জুলিয়ান আলবারেস, ক্রোয়েশিয়ার আন্দ্রে ক্রামারিচ ও মরক্কোর ইউসুফ এন নেসিরি।

৫টি গোল করে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার এক নম্বরে রয়েছেন ফ্রান্সের কিলিয়ন এমবাপে। ফরাসি তারকা গ্রুপ লিগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে করেছিলেন জোড়া গোল। প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে ফের জোড়া গোল এসেছিল এমবাপের পা থেকে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গোল পাননি। বুধবার মরক্কোর বিরুদ্ধে এমবাপে কী করেন, তা দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবল দুনিয়া।

বিশ্বকাপে এখনও পর্যন্ত মেসি এবং ফরাসি স্ট্রাইকার জিরু করেছেন চারটি করে গোল। গ্রুপ লিগে সৌদি আরব ও মেক্সিকোর বিরুদ্ধে একটি করে গোল করেছিলেন মেসি। এরপর প্রি-কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালেও একটি করে গোল করেছেন আর্জেন্তাইন মহাতারকা।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে বিশ্বকাপ শুরু করেছিলেন ফ্রান্সের জিরু। এরপর পোল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটি করে গোল করেছেন।

জুলিয়ান আলবারেস এখনও পযর্ন্ত করেছেন দু’টি গোল। এবারের বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে নজর কেড়েছেন আলবারেস। পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে প্রথম গোল করেছিলেন তিনি। দ্বিতীয় গোল করেছেন প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

আন্দ্রে ক্রামারিচও এখনও পযর্ন্ত করেছেন দুটি গোল। কানাডার বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকার। তিনি ক্রোয়েশিয়ার অন্যতম ভরসা। দলকে জিততে হলে আরও গোল করতে হবে ক্রামারিচকে।

ইউসুফ এন নেসিরির এখনও পযর্ন্ত বিশ্বকাপে করেছেন দুটি গোল। মরক্কোর এই ফুটবলারের গোলেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। গ্রুপে কানাডার বিরুদ্ধেও গোল করেছেন তিনি। গোলের জন্য তাঁর দিকেই তাকিয়ে রয়েছে দল।

 

 

 

spot_img

Related articles

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...