Thursday, May 8, 2025

বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রদের অসন্তোষ ক্রমশ উর্ধ্বমুখী।যার নিট ফল, বিক্ষোভকারী পড়ুয়াদের আক্রোশের মুখে পড়তে হচ্ছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। প্রায় ২০ দিন পর আজ নিজের বাসভবন থেকে বেরিয়ে অফিসে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে সেখানেও বিক্ষোভকারীদের রোষের মুখে পরেন তিনি। যদিও নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে থাকায় এযাত্রায় উপাচার্যকে নিরাপদে অফিস পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।

যদিও মঙ্গলবার বিক্ষোভ অগ্রাহ্য করে বাইরে বেরোতে যেতেই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই সময় পড়ুয়াদের দিকে উপাচার্য ঢিল ছোড়েন বলে অভিযোগ পড়ুয়াদের। এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, বিশ্বভারতী উপাচার্য নিজের হাতে ঢিল তুলে ছুড়ছেন পড়ুয়াদের দিকে (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ)। এই নিয়ে শুরু হয়েছে শোরগোল।

আন্দোলনকারীদের দাবি, বিশ্বভারতীর উপাচার্যের স্বৈরাচারী মনোভাবের জন্য তাঁকে পদত্যাগ করতে হবে। বিক্ষোভ ওঠাতে তৎপর হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।উপাচার্যকে ঘেরাওমুক্ত করতে গিয়ে এর পরেই পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষে জড়ান নিরাপত্তারক্ষীরা। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় মারামারি, ধাক্কাধাক্কি এবং তুমুল হট্টগোলে অশান্ত হয়ে ওঠে শান্তিনিকেতন। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে বাসভবন থেকে বেরোনোর পর উপাচার্যকে আটকাতে চান ছাত্রছাত্রীরা। সেই সময় তাঁদের লক্ষ্য করে ঢিল ছুড়েছেন বিদ্যুৎ।এমনই অভিযোগ উঠেছে।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version