নবম-দশমের OMR শিট বিকৃতির মামলায় CBI-এর সঙ্গে তদন্ত করবে ED: বিচারপতি গঙ্গোপাধ্যায়

নবম-দশমের OMR শিট বিকৃতির মামলায় CBI-এর সঙ্গে তদন্ত করবে ইডি। বুধবার, এই সংক্রান্ত মামলা নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Cacutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। এই প্রথম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-কে যুক্ত করার নির্দেশ দিল আদালত।

একই সঙ্গে ১০২ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করে তাঁদের নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২১ ডিসেম্বরের মধ্যে কাউন্সেলিং এবং ২৯ ডিসেম্বরের মধ্যে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মামলার তদন্তের সূত্রে, যে ৯৫২ জন চাকরিপ্রাপকের OMR শিট জমা নিয়েছিল সিবিআই। সেই উত্তরপত্র মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে (Website) প্রকাশ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই প্রাথমিক ও স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই। এই প্রথম কোনও মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত- জানান মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম।

আরও পড়ুন- পাগলের হাতে দেশলাই, ঘর তো পুড়বেই: তমলুক থেকে শুভেন্দুকে তোপ কুণালের

 

Previous articleপাগলের হাতে দেশলাই, ঘর তো পুড়বেই: তমলুক থেকে শুভেন্দুকে তোপ কুণালের
Next articleবাংলাদেশের বিরুদ্ধে দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলল ভারত, অর্ধশতরান পুজারা-শ্রেয়সের