Monday, November 10, 2025

তৃণমূল নেতার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ, মামলাকারীকেই উল্টে জরিমানা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

ভুয়ো অভিযোগ করে উল্টে জরিমানার মুখে পড়লেন মমলাকারী। মাধ্য়মিক পাশ না করেও প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি পেয়েছেন বলে অভিযোগ ছিল ভাটপাড়া (Bhatpara) পুরসভার ভাইস চেয়ারম্য়ান দেবজ্য়োতি ঘোষের (Debojyoti Ghosh) বিরুদ্ধে। কিন্তু আদালতে গিয়ে নিজের যোগ্যতার সব প্রমাণ দাখিল করেন তিনি। ফলে মামলা খারিজ করে দেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Ganguly)। উল্টে মামলাকারীকেই ১৫ হাজার টাকা জরিমানা করেন ক্ষুব্ধ বিচারপতি।

সম্প্রতি দেবজ্য়োতি ঘোষের বিরুদ্ধে অযোগ্য হওয়া চাকরি পাওয়ার অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কোয়েনা দাস নামে এক চাকরিপ্রার্থী। তিনি অভিযোগ করেন, পাসপোর্টের নথি অনুযায়ী মাধ্য়মিক পাস করেননি দেবজ্য়োতি। অথচ তিনি উত্তর চব্বিশ পরগনার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। পাশাপাশি, সরকারি বেতন পাওয়া সত্ত্বেও পুরসভার ভাইস চেয়ারম্য়ান হিসেবেও মাসে ১৭ হাজার টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। অভিযোগের ভিত্তিতে নথি নিয়ে দেবজ্যোতিকে সশরীরে হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সেই মতো যাবতীয় নথি সমেক আদালতে যান তৃণমূল নেতা। সব নথি খতিয়ে দেখে দেবজ্য়োতির বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দেন বিচারপতি। জানান, প্রাথমিক শিক্ষক হওয়ার সমস্ত যোগ্য়তা রয়েছে দেবজ্য়োতির। পরে তিনি জানান, ২০১০ সালে চাকরি পেয়েছেন। সুতরাং শাসকদলের নেতা হিসেবে প্রভাব খাটানোর প্রশ্ন ওঠে না। দলের ভাবমূ্তি নষ্ট করতেই এই অভিযোগ আনা হয়েছে।

আদালতকে ভুল তথ্য় দেওয়ার জন্য় মামলাকারী কোয়েনা দাসকেই ১৫ হাজার টাকা জরিমানা করেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্য়ে এই জরিমানার টাকা জমা দিতে হবে মামলাকারীকে।

 

Related articles

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ...

খাবারে বিষ প্রয়োগে গণহত্যা, বিজেপি রাজ্যে বসে ষড়যন্ত্র! দুই রাজ্যে গ্রেফতার ৫ ‘জঙ্গি’

গুজরাট। হরিয়ানা। দেশের মানুষের নিরাপত্তার পরিস্থিতি ঠিক কেমন, তা ফের প্রমাণিত হল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসেই নিরাপদে ভারতে...

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version