Saturday, August 23, 2025

তৃণমূল নেতার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ, মামলাকারীকেই উল্টে জরিমানা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

ভুয়ো অভিযোগ করে উল্টে জরিমানার মুখে পড়লেন মমলাকারী। মাধ্য়মিক পাশ না করেও প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি পেয়েছেন বলে অভিযোগ ছিল ভাটপাড়া (Bhatpara) পুরসভার ভাইস চেয়ারম্য়ান দেবজ্য়োতি ঘোষের (Debojyoti Ghosh) বিরুদ্ধে। কিন্তু আদালতে গিয়ে নিজের যোগ্যতার সব প্রমাণ দাখিল করেন তিনি। ফলে মামলা খারিজ করে দেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Ganguly)। উল্টে মামলাকারীকেই ১৫ হাজার টাকা জরিমানা করেন ক্ষুব্ধ বিচারপতি।

সম্প্রতি দেবজ্য়োতি ঘোষের বিরুদ্ধে অযোগ্য হওয়া চাকরি পাওয়ার অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কোয়েনা দাস নামে এক চাকরিপ্রার্থী। তিনি অভিযোগ করেন, পাসপোর্টের নথি অনুযায়ী মাধ্য়মিক পাস করেননি দেবজ্য়োতি। অথচ তিনি উত্তর চব্বিশ পরগনার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। পাশাপাশি, সরকারি বেতন পাওয়া সত্ত্বেও পুরসভার ভাইস চেয়ারম্য়ান হিসেবেও মাসে ১৭ হাজার টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। অভিযোগের ভিত্তিতে নথি নিয়ে দেবজ্যোতিকে সশরীরে হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সেই মতো যাবতীয় নথি সমেক আদালতে যান তৃণমূল নেতা। সব নথি খতিয়ে দেখে দেবজ্য়োতির বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দেন বিচারপতি। জানান, প্রাথমিক শিক্ষক হওয়ার সমস্ত যোগ্য়তা রয়েছে দেবজ্য়োতির। পরে তিনি জানান, ২০১০ সালে চাকরি পেয়েছেন। সুতরাং শাসকদলের নেতা হিসেবে প্রভাব খাটানোর প্রশ্ন ওঠে না। দলের ভাবমূ্তি নষ্ট করতেই এই অভিযোগ আনা হয়েছে।

আদালতকে ভুল তথ্য় দেওয়ার জন্য় মামলাকারী কোয়েনা দাসকেই ১৫ হাজার টাকা জরিমানা করেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্য়ে এই জরিমানার টাকা জমা দিতে হবে মামলাকারীকে।

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version