পৌষ পয়লায় শনিবার মরশুমের শীতলতম দিন, পারদ নামল ১৩ ডিগ্রির নীচে

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে বীরভূমে গ্রীষ্মকালে যেমন গরম দেখা যায় ঠিক সেই রকমই শীতকালেও ঠান্ডার প্রভাব থাকে যথেষ্ট বেশি। চলতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকেই বীরভূমে শুরু হয়েছে হালকা শীতের আমেজ।

অপেক্ষার অবসানে জাঁকিয়ে শীত (Winter)বঙ্গের বুকে। উত্তর থেকে দক্ষিণ এক ঝটকায় নামল পারদ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)বলছে শনিবার এই মরশুমের শীতলতম দিন (Coldest Day)। উত্তুরে হাওয়ার পথে বাধা সরতেই নামতে শুরু করেছে পারদ। আজ কলকাতার (Kolkata)সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

সাগরে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ দিন কয়েক ধরেই বৃদ্ধি পেয়েছিল। উত্তুরে হাওয়ার বাধা সরতেই জেলায় জেলায় পারদ পতন। দার্জিলিঙে ৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা। বাঁকুড়া ও পানাগড়ে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। মালদায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে বীরভূমে গ্রীষ্মকালে যেমন গরম দেখা যায় ঠিক সেই রকমই শীতকালেও ঠান্ডার প্রভাব থাকে যথেষ্ট বেশি। চলতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকেই বীরভূমে শুরু হয়েছে হালকা শীতের আমেজ। নভেম্বর মাসে তাপমাত্রার পারদ অনেকটা নামলেও কনকনে শীত সেই ভাবে দেখা যাচ্ছিল না। অবশেষে শুক্রবার থেকে কনকনে শীতের আমেজ অনুভব করা যাচ্ছে । আগামী ৭ দিন এইরকম অনুভূতি থাকবে বলেই মনে করা।