Tuesday, November 4, 2025

ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরুধরের কুমির শিকারের গল্প অনেকেরই জানা। এক সাঁওতালি বুড়িকে কুমির খেয়ে নেওয়ার পর কুমিরের পেটের ভিতরে ঝুড়ির উপর বসে সে বেগুন বেচছিল। এই গল্প যেমন আশ্চর্যজনক, ঠিক তেমনই আশ্চর্যজনকভাবে নয়া জীবন পেল এক রত্তি শিশু। সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরে এল সে। তবে এটা কুমির নয়, এক বিশালাকার জলহস্তী (Hippopotamus)। এমন ঘটনার সাক্ষী উগান্ডা (Uganda) সহ গোটা বিশ্ব।

সম্প্রতি উগান্ডার লেক এডওয়ার্ডের (Lake Edward) কাছে এমন ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, পল ইগা নামে বছর দুয়েকের এক শিশু তার বাড়ির কাছেই খেলছিল। সেই সময় লেক এডওয়ার্ড থেকে উঠে আসে এক বিশালাকার জলহস্তী। তবে ভাগ্যক্রমে সেই ঘটনা চোখে পড়ে যায় এক পথচারীর। আর বিষয়টি দেখামাত্রই তিনি পাথর দিয়ে আঘাত করতে থাকেন বিশালাকায় প্রাণীটিকে। আর তাতেই হাতেনাতে ফল মেলে। জলহস্তীটি ওই শিশুকে উগরে দেয়। তার লালা, থুতুর সঙ্গে মিশে শিশু বাইরে বেরিয়ে আসে।

পুলিশ সূত্রে খবর, শিশুটির নাম ইগা পল (Ega Paul)। তার দেহ মাথা থেকে পেট পর্যন্ত গিলে ফেলেছিল জলহস্তীটি। তবে ঘটনায় তার মাথায় আঘাত লাগে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে (Hospital)। তবে শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ। শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দিয়েছে পুলিশ (Police)। তবে এমন ঘটনার পর উগান্ডা পুলিশ নির্দেশিকা জারি করে জানিয়েছে, লেকের আশেপাশে যাদের বাড়ি তাঁরা সতর্ক থাকবেন। যেসব পরিবারে বাচ্চা রয়েছে তাদের একা বাইরে ছাড়া চলবে না।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version