Sunday, August 24, 2025

উৎসাহী নতুন ভোটাররা, রাজ্যের ভোটার তালিকায় জুড়ল ১৩ লক্ষ নাম

Date:

Share post:

আর কয়েকমাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Election)। নির্বাচনের প্রস্তুতিতে ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। রাজ্যের ভোটার তালিকায় যুক্ত হল আরও ১৩ লক্ষে বেশি নতুন নাম। রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) সূত্রে খবর, গত ৯ নভেম্বর থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে চলেছে ভোটার তালিকা (Voter List) সংশোধনের প্রক্রিয়া। এই সময়কালে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। এর মধ্যে একটা বড় অংশই হবু ভোটার, যাঁরা প্রথমবার তালিকায় নাম তুলতে চাইছেন।

কমিশন সূত্রে খবর, এবারে ভোটার তালিকায় নতুন নাম তোলা এবং বিভিন্ন সংশোধনীর জন্য প্রায় ৩২ লক্ষ ফর্ম পড়েছে। তার মধ্যে সাড়ে ১৩ লক্ষ নাম নতুন তথা হবু ভোটারদের। আগেই ১৮ বছর পূর্ণ হয়ে গিয়েছে এমন ফর্মই জমা পড়েছে ১০ লক্ষের মতো। জানুয়ারি মাসে ১৮ বছর পূর্ণ হবে এমন ফর্ম জমা পড়েছে সাড়ে ৩ লক্ষ। সব মিলিয়ে রাজ্যজুড়ে সাড়ে ১৩ লক্ষ নতুন ভোটার যুক্ত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকায়। তবে, নতুন ভোটারদের মধ্যে সবাই গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকে না। কিন্তু তারপরেও যে অংশটা থেকে যায় পঞ্চায়েত নির্বাচনে যে কোনও আসনের ফলাফল বদলে দেওয়ার পক্ষে সেটা যথেষ্টই।

চলতি বছর থেকেই দেশের নাগরিকদের বছরে ৪ বার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ দেওয়া হবে। সেই হিসেবে মার্চ-এপ্রিল মাসেও আরও একবার সুযোগ থাকবে ভোটার তালিকায় নাম তোলার জন্য। যদিও জানুয়ারি মাসে যে চূড়ান্ত ভোটার তালিকা বার হবে সেই তালিকা দিয়েই পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। অর্থাৎ কমবেশি প্রায় ১০ লক্ষ নতুন ভোটার এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যজুড়ে এবারে ভোটার তালিকায় নতুন নাম তোলা এবং বিভিন্ন সংশোধনীর জন্য প্রায় ৩২ লক্ষ ফর্ম পড়েছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় সর্বাধিক আবেদন জমা পড়েছে। সেখানে সংখ্যাটা হল ৪ লক্ষ ৮৬ হাজার। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আবেদন জমা পড়েছে ৪ লক্ষ ২১ হাজার। এই দুই জেলা থেকেই আবার সব থেকে বেশি নতুন নাম যুক্ত করার জন্য আবেদন জমা পড়েছে।

 

spot_img

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...