Thursday, August 28, 2025

অধিনায়ক মেসির স্বপ্নপূরণ করতে ফোকাসড গোটা আর্জেন্তিনা দল

Date:

রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বসতে চলছে বিশ্বকাপের ফাইনালের আসর। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স। আর্জেন্তিনার ৩৬ বছরের স্বপ্নের বোঝা কাঁধে নিয়ে এবার কাতারে বিশ্বকাপের আসরে এসেছিলেন লিওনেল আন্দ্রেস মেসি। আট বছর আগে ২০১৪ বিশ্বকাপে খুব কাছে এসেও ছোঁয়া হয়নি সোনালি ট্রফি। তবে চলতি বিশ্বকাপে তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিততে হলে আর্জেন্তিনাকে পেরোতে হবে মাত্র একটি ধাপ। আর সেই ধাপটাই সব থেকে কঠিন। দোহার লুসেইল স্টেডিয়ামে আজ রাতে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারাতে পারলেই তৃতীয়বার বিশ্বজয়ের গৌরব অর্জন করবে নীল-সাদা বাহিনী। ৩৬ বছর আগে দিয়েগো মারাদোনা পেরেছিলেন। এবার কি পারবেন লিওনেল মেসি? অপেক্ষার প্রহর গোনা শুরু।

দিদিয়ের দেশঁর ফ্রান্স শক্ত গাঁট। কিন্তু মেসির হাতে বিশ্বকাপ তুলে দিতে আর্জেন্তিনা দলের প্রতিটি সদস্য এককাট্টা। মেগা ফাইনালের ২৪ ঘণ্টা আগে আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনিও যেন ফুটছেন। স্বপ্নপূরণের অপেক্ষায় তিনি। জানিয়ে দিলেন, ফাইনালে তাঁর দল ফ্রান্সকে রেয়াত করবে না। স্কালোনির কথায়, ‘‘যতটা সম্ভব ওদের আঘাত করব এবং একটু কম কষ্ট দেব।’’

প্রতিপক্ষ দল টানা দু’বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামছে। কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরু, আঁতোয়া গ্রিজম্যানদের থামাতে প্রস্তুতিতে খামতি রাখেনি নীল-সাদা ব্রিগেড। মেসিদের কোচ বললেন, ‘‘ফ্রান্স মানে শুধু এমবাপে নয়। ওদের আরও অনেক খেলোয়াড় আছে যারা খুবই বিপজ্জনক। কিলিয়ান এখনও খুব তরুণ এবং খেলোয়াড় হিসেবে ও এখনও অনেক উন্নতি করতে পারে।’’

এবারের বিশ্বকাপের সব থেকে কম বয়সি কোচ স্কালোনি। প্রতিপক্ষ দলের ধুরন্ধর কোচ দেশঁর বিরুদ্ধে মগজাস্ত্রের লড়াই জেতার জন্য এক কৌশলও নিয়েছেন মেসিদের হেড স্যার। ফাইনালের জন্য তিনটি ছক তৈরি রাখছেন স্কালোনি। ৫-৩-২, ৪-৩-৩ এবং ৪-৪-২, তিনটি ছকেই প্র্যাকটিস করিয়েছেন দলকে। আর্জেন্তিনা শিবিরে স্বস্তির খবর, দলের সবাই চোটমুক্ত। কার্ড সমস্যা কেটে যাওয়ায় ফাইনালে খেলতে বাধা নেই মার্কোস আকুনা এবং গঞ্জালো মন্তিয়েলের।স্বপ্নপূরণের লক্ষ্যে মেসি খুব শান্ত রয়েছেন। গত কয়েকদিন অনুশীলনও করেছেন মেপে। অধিনায়ক মেসির স্বপ্নপূরণ করতে গোটা দল রয়েছে ফোকাসড। কোচ স্কালোনি নিশ্চিত, এবার কাপ নিয়েই দেশে ফিরবে নীল-সাদা ব্রিগেড।

সাংবাদিক সম্মেলনে এসে বললেন, ‘‘আমি ধন্যবাদ জানাই আমার খেলোয়াড়দের কারণ, আর কোনও শব্দ নেই। ওরা আমাকে সব কিছু দিয়েছে। আমি আশা করছি, খেলোয়াড়রা ফাইনাল জিতে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরবে। যদি না-ও পারে, তাতেও ওদের গর্ববোধ করা উচিত।’’

আরও পড়ুন:আর্জেন্তিনার বিরুদ্ধে তৈরি ফ্রান্সরা

 

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version