Wednesday, December 3, 2025

কাজ করতে চাইলে দিলীপকে সঙ্গে নিয়ে করতে হবে, সুকান্তকে স্পষ্ট বার্তা দিল্লি নেতৃত্বের

Date:

Share post:

রাজ্য বিজেপিতে এখনও আগের মতোই গুরুত্বপূর্ণ ও অপরিহার্য দিলীপ ঘোষ। একমাত্র তিনিই পারেন সংগঠনকে চাঙ্গা করতে। বুথস্তরে সংগঠনকে মজবুত করতে দিলীপ ঘোষের জুড়িমেলা ভার। সুকান্ত মজুমদার যদি দলের প্রাক্তন রাজ্য সভাপতির অভিজ্ঞতা, পরামর্শকে কাজে না লাগান, তাহলে দলের ক্ষতি। তাঁর নিজেরও ক্ষতি। সুকান্তর খেয়াল রাখা দরকার, চিরকাল পদে কেউ থাকবে না। তাই সবাইকে বিজেপির গঠনতন্ত্র ও নীতি অনুযায়ী কাজ করতে হবে। রাজ্য পদাধিকারী বৈঠকে দিলীপ ঘোষকে এমনই দরাজ সার্টিফিকেট দিয়ে সুকান্তকে উপদেশ দিলেন

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ।

একুশের বিধানসভা ভোটের পর রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়া থেকে একাধিক উপনির্বাচন ও পুরসভা ভোটে সুকান্ত চূড়ান্ত ব্যর্থ। রাজ্যের প্রধান বিরোধী দল হয়েও অনেক জায়গায় তৃতীয়স্থানে চলে গিয়েছে বিজেপি। অনেক প্রার্থী জামানত হারিয়েছেন। এভাবে চলতে থাকলে পঞ্চায়েত ভোটে গেরুয়া শিবিরের কপালে যে দুর্ভোগ আছে, তা বলার অপেক্ষা রাখে না।

সুকান্তর আমলেএই ১৫ মাসে বাংলায় বিজেপি ক্রমশ দুর্বল হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে খারাপ ফল হলে রাজ্য সভাপতি বদল হতে পারে। বি এল সন্তোষ এমন আভাসও দিয়ে গিয়েছেন।

সম্প্রতি, সাংগঠনিক দুর্বলতা নিয়ে সোচ্চার হয়েছিলেন আদি বিজেপি নেতারা। দিল্লির শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে অভিযোগ করে একাধিক চিঠিও দিয়েছেন। বাংলায় শুধু সাংগঠনিক দুর্বলতা নয়, প্রকট হচ্ছে দলীয় অন্তর্কলহ। সেক্ষেত্রে এই কাজের মূল দায়িত্বে যিনি রয়েছেন, সেই সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী চাকরি খোয়াতে পারেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শীর্ষ অধিকারিদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেছেন। মঙ্গলবার দিল্লিতে এই সাংগঠনিক বদল নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

 

spot_img

Related articles

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...

‘স্মৃতি’ হারিয়ে ভক্তিপথে পলাশ! প্রেমানন্দজী মহারাজের আশ্রমে হাজির বলিউড সুরকার

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানের (Smriti Mandhana) সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিয়ের...

ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন (Erosion) রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। বুধবার...

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার 

১০০ দিনের কাজ গ্রামীন আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর...