বিশ্বকাপের ফাইনালের পর দুটো টুইট প্রধানমন্ত্রীর, কী লিখলেন তিনি ?

রবিবার রাত ১১.৪১ নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন। খেলা শেষে জয়ী দলকে শুভেচ্ছা জানিয়েছেন। পরাজিতদের জন্যও টুইট করেছেন মোদি। তাঁর মতে, এটি সবচেয়ে রোমাঞ্চকর ফুটবল ম্যাচের মধ্যে অন্যতম।

তিনি লিখেছেন, ‘‘সবচেয়ে রোমাঞ্চকর ফুটবল ম্যাচগুলির মধ্যে অন্যতম হিসাবে এই ম্যাচটিকে মনে রেখে দেওয়া হবে। ফিফা আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে শুভেচ্ছা। গোটা টুর্নামেন্টে ওরা দুর্দান্ত খেলেছে। আর্জেন্টিনা এবং মেসির অজস্র অনুরাগী আজ এই জয় উদ্‌যাপন করছেন।’’
তিনি অন্য একটি টুইটে লিখেছেন, ‘‘বিশ্বকাপে ফ্রান্সের লড়াইকে কুর্নিশ জানাই। তারাও নিজেদের দক্ষতায় ফুটবল ভক্তদের মুগ্ধ করেছেন।’’

Previous articleলিওনেলের বিশ্বজয়ের মঞ্চে ইতিহাসে আরেক লিওনেল
Next articleকাজ করতে চাইলে দিলীপকে সঙ্গে নিয়ে করতে হবে, সুকান্তকে স্পষ্ট বার্তা দিল্লি নেতৃত্বের