Sunday, August 24, 2025

এটা কী কোনও ফুটবল ম্যাচ, নাকি বিশ্বযুদ্ধের মঞ্চ! শুরু থেকে শেষপর্যন্ত ভরপুর রোমাঞ্চ, আবেগ, উত্তেজনা একাকার হয়ে ধরা দিয়েছিল। ম্যাচ শেষে পুরো সময়টাকেই অবিশ্বাস্য মনে হচ্ছিল। লিওনেল মেসির বহুকাঙ্খিত বিশ্বকাপ জয়ের মঞ্চের নেপথ্য কারিগর তিনি। তাই চোখের জল সামলাতেই পারলেন না লিওনেল স্কালোনি।

কীভাবে সামলাবেন! আর্জেন্টিনার ইতিহাস গড়া বিশ্বকাপে তাঁর কৃতিত্ব কম নয়। আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে তিনি এখন আরেক বিশ্বকাপজয়ী কোচ। ১৯৭৮ সালে সিজার লুইস মোনোত্তি আর ১৯৮৬–তে কার্লোস বিলার্দোর সঙ্গে তিনি এখন ব্র্যাকেটবন্দি লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী কোচ হিসেবে নিজের কীর্তিটা গড়লেন মহানাটকীয় এক ম্যাচের পর।

বিশ্বজয়ের ঘোরের মধ্যেই স্কালোনি তাঁর দল নিয়ে মুগ্ধ। এই সেই দল, যারা শুরুতেই ধাক্কা খেয়ে ঘুরে দাঁড়ায়। কাতারে বিশ্বকাপের অভিযানের শুরুতেই “পচা শামুকে” পা কাটলেও বিশ্বকাপ জয় থেকে আটকানো যায়নি মেসি-আলভেজ-ডি’মারিয়াদের। ফাইনালে এসে সেটিই আবার প্রমাণিত হয়েছে। স্কালোনির কথায়, “আমি আজকে দলের খেলায় মুগ্ধ। আমরা ধাক্কা খেয়েছি, খেলায় সমতা ফিরেছে দুবার, আমরা আবেগপ্রবণ হয়েছি। এটা ঐতিহাসিক মুহূর্ত। আমি সবাইকে মুহূর্তটা উপভোগ করতে বলব।”

দলের ঘুরে দাঁড়ানোটাই মুগ্ধ করেছে স্কালোনিকে। তাঁর আরও সযোজন, “পুরো খেলাটাই অবিশ্বাস্য। যে খেলাটাকে খুব সহজ মনে হচ্ছিল, যে খেলাটা মনে হচ্ছিল আমাদের নিয়ন্ত্রণে, সেই ম্যাচটাতেই আমরা কী সংগ্রামটাই না করলাম। কিন্তু এই দল কঠিন সময়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটি দুর্দান্ত।”

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version