দেশে ফিরেই ট্রফি নিয়ে উৎসবে মেসি-ডি মারিয়ারা

সেইমতই ট্রফি নিয়ে হুড খোলা বাসে ট্রফি নিয়ে সমর্থকদের সামনে মেসি, মার্টিনেজরা।

৩৬ বছরের খরা কাটিয়ে লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্তিনা। সোনার ট্রফি নীল-সাদার দলে পৌঁছাতেই উৎসবের চেহারা নিয়েছে গোটা আর্জেন্তাইন দেশ। মঙ্গলবারই আর্জেন্তিনা পৌঁছান লিওরা। আর দেশে পৌঁছাতেই দেশের মানুষের সঙ্গে উৎসবে মাতলেন মেসি, ডি মারিয়ারা।

আর্জেন্তাইনরা ট্রফি জিততেই আর্জেন্তিনার ফুটবল সংস্থা টুইট করে জানিয়েছিল, “মঙ্গলবার বুয়েনস আইরেশের ওবেলিস্কে গিয়ে উৎসব করবে বিশ্বকাপজয়ী ফুটবল দল। সেখানে উপস্থিত থাকবেন সমর্থকরাও।” সেইমতই ট্রফি নিয়ে হুড খোলা বাসে ট্রফি নিয়ে সমর্থকদের সামনে মেসি, মার্টিনেজরা। সঙ্গে চলল সমর্থকদের গানও। সমর্থকদের সঙ্গে সেলিব্রেশনের গানে গলাও মেলালেন মেসিরা।

রবিবার কাতার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে আর্জেন্তিনা। দিয়েগো মারাদোনার পর মেসির হাত ধরে সোনায় মোড়া ট্রফির স্বাদ পান আর্জেন্তাইনরা। সেই উৎসবেই মাতোয়ারা গোটা নীল-সাদার দেশ।