Sunday, August 24, 2025

লালন শেখের মৃত্যুর তদন্ত নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।আদালতের নির্দেশ, সিআইডির হাতেই বহাল থাকবে তদন্তভার।

আরও পড়ুন:লালন মৃ*ত্যুর ঘটনায় জনস্বার্থ মামলার রায় স্থগিত! তদন্ত শুরু মানবাধিকার কমিশনের

বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, বিচারপতির নজরদারিতে অনুসন্ধানের যে আবেদন করা হয়েছিল তার প্রয়োজনীয়তা নেই বলে মনে করছে আদালত। এর আগে সোমবার এই জনস্বার্থ মামলার রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন প্রধান বিচারপতি শ্রীবাস্তব এবং বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

মামলাকারীর তরফে প্রথমে জনস্বার্থ মামলাটি গ্রহণের আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি লালনের মৃত্যুরহস্যের কিনারা করতে হাই কোর্টের নজরদারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানোর আবেদনও জানানো হয়েছিল। মামলাকারীর দ্বিতীয় আবেদনের যুক্তিকে বলা হয়েছিল, সিআইডি এই তদন্ত করার বিষয়ে দক্ষ নয়। মামলাকারীর আইনজীবী আদালতের কাছে এই মৃত্যুরহস্যের অনুসন্ধান করার জন্য রাজ্যের হাতে তদন্তভার না দেওয়ারও অনুরোধ জানান।

মামলাকারীর আইনজীবী কোনও সমান্তরাল তদন্ত চাইছেন কি না, সেই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তবে শুনানির পর তদন্তভার কার হাতে যাবে, সেই রায় ঘোষণা স্থগিত রেখে দেওয়া হয়েছিল।
সিবিআই হেফাজতে কীভাবে লালন শেখের মৃত্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সিবিআই আধিকারিকটা লালনের মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে সাফাই দিলেও তা মানতে নারাজ লালনের স্ত্রী। তাঁর দাবি ‘খুন’ করা হয়েছে লালনকে। লালনের মৃত্যুতে আদালতে মামলা দায়েওর হয়। এই ঘটনায় জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি বলেন, “সিআইডি ও সিবিআইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল ও আছে। বগটুইয়ের ঘটনার পিছনে ষড়যন্ত্র ছিল। প্রকৃত ঘটনা অনুসন্ঝানে নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের আরজি জানাচ্ছি।” সোমবার সেই মামলার শুনানি শেষ হলেও বাকি ছিল রায়দান।

বুধবার সব্যসাচী চট্টোপাধ্যায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিআইডি তদন্ত বহাল থাকবে বলেই জানানো হয়েছে। অর্থাৎ তদন্ত যেভাবে চলছে, সেভাবেই চলবে।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version