সামনেই বড়দিন। তার আগে সেজে উঠেছে পার্ক স্ট্রিট থেকে শুরু করে চিড়িয়াখানা সর্বত্র। ক্রিসমাসের সেলিব্রেশনে মেতে উঠবে ছোট বড় সকলেই। জনসাধারণের আনন্দে খামতি না রাখতে তৎপর কলকাতা মেট্রো।
আরও পড়ুন:বড়দিন ও নববর্ষের আগে সেজে উঠেছে দীঘা, চালু লোকাল ট্রেন পরিষেবা
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, নর্থ-সাউথ করিডরে রবিবার (২৫ ডিসেম্বর) মোট ২০৪ ট্রেন (আপ অভিমুখে ১০২ ট্রেন ও ডাউন অভিমুখে ১০২ ট্রেন) চলবে। এমনিতে রবিবার মোট ১৩০ ট্রেন চালানো হয়। ক্রিসমাস উপলক্ষ্যে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। যেদিন মূলত পার্কস্ট্রিটে ভিড় উপচে পড়ে। সকাল ৭ টা ৫০ মিনিট থেকে রাত ১১ টা ৪৩ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে।
ক্রিসমাসে প্রথম মেট্রোর সময়
১)কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
২)দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
৩)দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫৫ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
৪)দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৮ টা (সকাল ৯ টার পরিবর্তে)
ক্রিসমাসে শেষ মেট্রোর সময়
১)দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৩৮ মিনিট (রাত ৯ টা ২৮ মিনিটের পরিবর্তে)।
২)কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৪০ মিনিট (রাত ৯ টা ২৭ মিনিটের পরিবর্তে)।
৩)দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট (রাত ৯ টা ৪০ মিনিটের পরিবর্তে)।
৪)কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট (রাত ৯ টা ৪০ মিনিটের পরিবর্তে)।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর যে সময় যাত্রীদের ভিড় বাড়বে, সেই সময় আট মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে। অর্থাৎ দুপুর ১ টা ২০ মিনিট থেকে রাত ৯ টা ২০ মিনিট পর্যন্ত আট মিনিট অন্তর মেট্রো চলবে বলে জানানো হয়েছে।
