Press Club : শতবর্ষে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানের ঘোষণা, অতিথি তালিকা জানালেন সত্যম রায়চৌধুরী

সমাপ্তি উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা হল বুধবার কলকাতার প্রেসক্লাবে (Press Club, Kolkata)। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya), টেকনো ইন্ডিয়া গ্রুপের (Techno India Group)কর্ণধার সত্যম রায় চৌধুরী (Satyam Roy Chowdhury),বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত (Prochet Gupta)সহ অন্যান্যরা।

ভারতবর্ষের সাহিত্য ইতিহাসে (History of Literature)বাংলা ভাষার (Bengali Language) অবদান সর্বাপেক্ষা বেশি। বিংশ শতাব্দীর শুরুর দিকে বাংলা সাহিত্যের আলো যেভাবে কলকাতার (Kolkata) বুকে ছড়িয়ে পড়েছিল সেখান থেকেই বাঙালির গৌরবের এক নব অধ্যায়ের সূচনা হয়। সেই সময় বহির্বঙ্গে বাংলা ভাষা এবং সাহিত্য প্রসার করার উদ্যোগ নিয়ে বঙ্গসাহিত্য সমাজের (Bongo Sahitya Samaj) বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়। অতুলপ্রসাদকে সামনে রেখে ১৯২২ সালে তৈরি হয় উত্তর ভারতীয় বঙ্গ সাহিত্য সম্মেলন (Bongo Sahitya Sammelan)। ঠিক তার এক বছর পর ১৯২৩ সালে নাম বদলে হয় প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলন। কাশীতে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Thakur)। ১৯৫৩ সালে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন আত্মপ্রকাশ করে। দেখতে দেখতে কেটে গেল ১০০ বছর। শতবর্ষে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, আর এবার উৎসবের সমাপ্তি অনুষ্ঠান আগামী ২৫, ২৬ এবং ২৭ ডিসেম্বর কলকাতা নিউ টাউনের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রাঙ্গণে। সেই সমাপ্তি উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা হল বুধবার কলকাতার প্রেসক্লাবে (Press Club, Kolkata)। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya), টেকনো ইন্ডিয়া গ্রুপের (Techno India Group)কর্ণধার সত্যম রায় চৌধুরী (Satyam Roy Chowdhury),বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত (Prochet Gupta)সহ অন্যান্যরা।

শতবর্ষ প্রাচীন এই সংগঠন দিনে দিনে সমৃদ্ধ হয়েছে দেশজুড়ে ছড়িয়েছে শাখা প্রশাখা। প্রবীণ সাংসদ এবং সংগঠনের বর্তমান সভাপতি প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে ২০২২ সাল জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১১ ফেব্রুয়ারি শতবর্ষ উদযাপনের (Centenary celebration)শুভ সূচনা হয়েছিল রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বারাণসীতে।সেখানেই সেন্ট্রাল হিন্দু বয়েজ স্কুলে (Central Hindu Boys School) শতবর্ষের সূচনা হয়েছিল। ১৯২২ থেকে ২০২২, একশ বছর ধরে একটা সাহিত্য, একটা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার অভিনবত্বের জন্য নিখিল ভারত বঙ্গসাহিত্য সম্মেলনের (Nikhil Bharat Bangasahitya Sammelan) প্রশংসা করেন প্রদীপ ভট্টাচার্য। শুক্রবারের সাংবাদিক সম্মেলনে এই প্রতিষ্ঠানের ১০০ বছর আগের প্রসঙ্গ তুলে রবীন্দ্রনাথ ঠাকুরের পরম স্পর্শ পাওয়ার নস্টালজিকতার কথাও বলা হয়। শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানটি হবে আগামী ২৫ থেকে ২৭ ডিসেম্বর কলকাতা নিউ টাউনের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (Sister Nivedita University) প্রাঙ্গণ জুড়ে, তত্ত্বাবধানে থাকছেন টেকনো ইন্ডিয়ার কর্ণধার সত্যম রায়চৌধুরী (Satyam Roy Chowdhury)। বুধবার প্রেসক্লাবের অনুষ্ঠানে তিনি জানান, বড়দিনের সকাল সাড়ে দশটায় উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। থাকবেন বিশিষ্ট বিজ্ঞানী ডঃ বিকাশ সিনহা। সংগীত গুরু পন্ডিত অজয় চক্রবর্তীর স্তোত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সেমিনার , সাহিত্য আলোচনা, আড্ডা, সিনেমা এইসব কিছু নিয়েই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (Sister Nivedita University)অডিটোরিয়ামে এবং মূল মঞ্চে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে। সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ অতিথিদের তালিকাও সকলের সামনে তুলে ধরেন সত্যম রায়চৌধুরী। অভিনেত্রী শর্মিলা ঠাকুর, লোকসভায় প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী ইন্দ্রনীল সেন, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সৌরভ গঙ্গোপাধ্যায়, শিল্পী শুভাপ্রসন্ন, বাংলাদেশের উপর রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি উপাচার্য ডঃ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এবারের অন্যতম বড় আকর্ষণ বাংলাদেশের যোগদান বলে জানান সত্যম রায় চৌধুরী। এই অনুষ্ঠান উপলক্ষ্যে ঢাকা থেকে প্রায় ২৫ জনের প্রতিনিধি দল থাকবেন। সাহিত্যিক প্রচেত গুপ্ত (Prochet Gupta) বলেন বাংলা ভাষার সাহিত্য বিশ্বজনীন হয়েছে অনেক আগেই। শতবর্ষ অতিক্রম করে এবার আরও এক শতবর্ষের দিকে এগিয়ে যাওয়ার পথ চলা শুরু হয়ে গেছে। সত্যম রায় চৌধুরী এই সংগঠনের দ্বিশত বর্ষ উদযাপনের শুভকামনাও জানান।

সবশেষে উপস্থিত অতিথিদের কথায় উঠে আসে রবীন্দ্রনাথের প্রসঙ্গ আর তাঁর লেখা কবিতার সেই লাইন,

” আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতুহল ভরে
আজি হতে শতবর্ষ পরে।”