২২ ডিসেম্বরেই হচ্ছে মেডিক্যাল কলেজের ছাত্রভোট, তবে নেই আইনি মান্যতা

মোট ২০টি আসনের ভোটগ্রহণ হচ্ছে। ৩১ জন প্রার্থী।কলকাতা মেডিক্যাল কলেজের ১হাজার ছাত্রছাত্রী ভোট দিচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনে। ফাইনাল ইয়ারের কোনও ছাত্র ভোটে প্রার্থী হননি। বিকেল তিনটের পর ভোট গণনা শুরু হবে।

উৎসবের মেজাজে চলছে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College)  ছাত্রভোট। আজ, বৃহস্পতিবার মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে ভোট প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। ডাক্তারি ছাত্রছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে লাইন দিয়ে ভোট দিচ্ছেন। গোটা নির্বাচন (Student union election) প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হচ্ছে। চারজন অবজার্ভার রাখা হয়েছে। তবে এই ভোটের কোনও প্রশাসনিক অনুমতি বা আইনি মান্যতা নেই।

মোট ২০টি আসনের ভোটগ্রহণ হচ্ছে। ৩১ জন প্রার্থী।কলকাতা মেডিক্যাল কলেজের ১হাজার ছাত্রছাত্রী ভোট দিচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনে। ফাইনাল ইয়ারের কোনও ছাত্র ভোটে প্রার্থী হননি। বিকেল তিনটের পর ভোট গণনা শুরু হবে।

প্রসঙ্গত, “২২ ডিসেম্বর ছাত্রভোট চাই”, এই দাবিতে আন্দোলনে নেমেছিলেন ডাক্তারি পড়ুয়ারা। টানা ১২ দিন অনশন করেন ৬ মেডিক্যাল পড়ুয়া। তবু প্রশাসনের তরফে ভোটের জন্য সবুজ সংকেত দেওয়া হয়নি। অগত্যা সাধারণ সভায় ঠিক হয় ৪ বিশিষ্ট ব্যক্তির নজরদারিতে ২২ তারিখ ভোট হবে। সেই মতো এসওপি জারি করে তারা। এদিন সেই নিয়ম মেনেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে।

 

Previous articleওএমআর শিট বিতর্কে কমিশনের সচিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Next articleশুভেন্দুর সভার পোস্টারে ব্রাত্য দিলীপ! মেদিনীপুরে ক্ষোভে ফুঁসছে আদি বিজেপি