Monday, January 12, 2026

ডিভিশন বেঞ্চে মামলা খারিজ কংগ্রেসের, জেলাশাসকই পুর প্রশাসক থাকছেন ঝালদায়

Date:

Share post:

ঝালদা পুরসভায় জেলাশাসককে প্রশাসক পদে বসানোর যে সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, সেই রায়কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। কিন্তু সেই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, ঝালদা পুরসভায় আপাতত প্রশাসক পদে বহাল থাকছেন পুরুলিয়ার জেলাশাসক।

আজ, বৃহস্পতিবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার নির্দেশে জানিয়েছে, কংগ্রেসের দায়ের করা আবেদনটি গ্রহণযোগ্য নয়। আগামী ৩ জানুয়ারি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হবে। এর আগে গত ৫ ডিসেম্বর ঝালদা পুরসভায় রাজ্যের প্রশাসক বসানোর সিদ্ধান্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। তার বদলে জেলাশাসককে পুরসভার দ্বায়িত্ব সামলাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

প্রসঙ্গত, ঝালদা পুরসভায় পুরভোটের পর থেকেই অচলাবস্থা চলছে। গত ২১ নভেম্বর আস্থা ভোটের হেরে যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও কংগ্রেস বোর্ড গঠন করতে পারেনি। এরমধ্যেই রাজ্যের তরফে পুরসভার প্রশাসক হিসেবে তৃণমূল কাউন্সিলর জবা মাছোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজ্যপালের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল রাজ্যের তরফে। আর এরই মধ্যে বিষয়টি গড়ায় হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পুরসভার প্রশাসক বসানোর উপর স্থগিতাদেশ জারি করে এবং পুরসভা পরিচালনার দায়িত্বভার তুলে দেয় জেলাশাসকের হাতে। এবার সেই সিদ্ধান্তই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ফলে আদালতে মুখ পুড়ল কংগ্রেসের।

spot_img

Related articles

বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের...

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...

Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি! ‘ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে বিস্ফোরক অভিষেক

“সেদিন কোনও Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি“। সোমবার, মিলনমেলায় 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কনক্লেভে বিস্ফোরক...

’থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, ২২ জানুয়ারি কলকাতা বইমেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এবারের বইমেলায় বিশেষ গুরুত্ব পাবে আর্জেন্টিনার (Argentina) খ্যাতনামা সাহিত্যিকদের কাজ ও তাঁদের কাব্যিক শক্তি। সোমবার, পাব্লিশার্স অ্যান্ড বুক...