Thursday, November 6, 2025

কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে: ৬ জেলায় জমি অধিগ্রহণ, জেলাশাসকদের মতামত চাইলেন মুখ্যসচিব

Date:

কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে (Kolkata-Varanasi Expressway) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন (Nabanna) সূত্রে খবর, রাজ্যের ৬ জেলার উপর দিয়ে এই সড়ক যাবে। সেই মতো পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার জমি অধিগ্রহণ করা হবে। বৃহস্পতিবার, জমি অধিগ্রহণের কাজ নিয়ে জেলাশাসকদের মতামত জানতে চেয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Diwedi)।

এদিন এই বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব। ৬ জেলার জেলায় এই সড়ক নিয়ে যাওয়ার জন্য জমি অধিগ্রহণে কোনও সমস্যা হবে কি না- তা নিয়ে জেলাশাসকদের মতামত নেন তিনি। সূত্রের খবর, অন্য জেলায় সমস্যা না হলেও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় সমস্যা হতে পারে বৈঠকে জানানো হয়েছে। তবে, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে জমি অধিগ্রহণ নিয়ে কোনও সমস্যা হবে না বলেই মত বৈঠকে উপস্থিত আধিকারিকদের।

হাওড়া জেলার বাগনান থেকে সরাসরি দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই এক্সপ্রেসওয়ে কী ভাবে নিয়ে যাওয়া হবে তার জন্যই পরিকল্পনার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। এক্সপ্রেসওয়ের জন্য হুগলি নদীর উপর আরও একটি সেতু নির্মাণ করা হতে পারে। কয়েকমাস আগেই কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রক কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে তৈরির জন্য নবান্নকে জমি অধিগ্রহণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। দেশের অন্য যে সমস্ত রাজ্যের মধ্যে দিয়ে এই জাতীয় সড়ক যাবে, সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জমি অধিগ্রহণের কাজ। কিন্তু পশ্চিমবঙ্গে কোনও উদ্যোগ এতদিন নেওয়া হয়নি। ৩০ ডিসেম্বর গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করতে চায় নবান্ন।

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version