Wednesday, August 27, 2025

কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে: ৬ জেলায় জমি অধিগ্রহণ, জেলাশাসকদের মতামত চাইলেন মুখ্যসচিব

Date:

কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে (Kolkata-Varanasi Expressway) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন (Nabanna) সূত্রে খবর, রাজ্যের ৬ জেলার উপর দিয়ে এই সড়ক যাবে। সেই মতো পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার জমি অধিগ্রহণ করা হবে। বৃহস্পতিবার, জমি অধিগ্রহণের কাজ নিয়ে জেলাশাসকদের মতামত জানতে চেয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Diwedi)।

এদিন এই বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব। ৬ জেলার জেলায় এই সড়ক নিয়ে যাওয়ার জন্য জমি অধিগ্রহণে কোনও সমস্যা হবে কি না- তা নিয়ে জেলাশাসকদের মতামত নেন তিনি। সূত্রের খবর, অন্য জেলায় সমস্যা না হলেও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় সমস্যা হতে পারে বৈঠকে জানানো হয়েছে। তবে, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে জমি অধিগ্রহণ নিয়ে কোনও সমস্যা হবে না বলেই মত বৈঠকে উপস্থিত আধিকারিকদের।

হাওড়া জেলার বাগনান থেকে সরাসরি দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই এক্সপ্রেসওয়ে কী ভাবে নিয়ে যাওয়া হবে তার জন্যই পরিকল্পনার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। এক্সপ্রেসওয়ের জন্য হুগলি নদীর উপর আরও একটি সেতু নির্মাণ করা হতে পারে। কয়েকমাস আগেই কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রক কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে তৈরির জন্য নবান্নকে জমি অধিগ্রহণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। দেশের অন্য যে সমস্ত রাজ্যের মধ্যে দিয়ে এই জাতীয় সড়ক যাবে, সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জমি অধিগ্রহণের কাজ। কিন্তু পশ্চিমবঙ্গে কোনও উদ্যোগ এতদিন নেওয়া হয়নি। ৩০ ডিসেম্বর গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করতে চায় নবান্ন।

 

 

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version