Tuesday, August 26, 2025

রঞ্জি ট্রফির তৃতীয় দিনে হিমাচল প্রদেশের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। রঞ্জি ট্রফির এলিট ‘এ’ গ্রুপে পরপর দুই ম্যাচে জয়ের হাতছানি বাংলার সামনে। ইডেন গার্ডেন্সে হিমাচল প্রদেশকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠতে মনোজ তিওয়াড়িদের প্রয়োজন ৯ উইকেট। জয়ের জন্য হিমাচলকে করতে হবে আরও ৩৯৩ রান।

২৬৯ রানে এগিয়ে থেকে বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলা। এক উইকেটে ৮৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইডেনের বাইশ গজ শাসন করে বঙ্গ ব্যাটাররা। সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অধিনায়ক মনোজ তিওয়াড়ি দাপুটে ব্যাটিং করেন। তিন নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকান সুদীপ। ১৬৬ বল খেলে ১২টি বাউন্ডারির সাহায্যে ১০১ রান করে আউট হন বঙ্গ ব্যাটার। প্রথম ইনিংসে সেঞ্চুরিকারী অনুষ্টুপ দ্বিতীয় ইনিংসে করেন ৩৮ রান। দ্রুত রান তোলার লক্ষ্য নিয়ে মনোজ করেন হাফসেঞ্চুরি। ৫০ রান করে ফেরেন বঙ্গ অধিনায়ক। ১৮ বলে ১৯ রান করে অপরাজিত থেকে যান শাহবাজ আহমেদ। অভিষেক পোড়েলের অপরাজিত ১১। পাঁচ উইকেটে ২৯১ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় বাংলা।

প্রথম ইনিংসে ১৮০ রানের লিড থাকায় হিমাচল প্রদেশের সামনে জয়ের জন্য ৪৭২ রানের বিরাট লক্ষ্যমাত্রা রাখে বাংলা। দিনের শেষে ১ উইকেটে ৭৯ রান তুলেছে হিমাচল। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হিমাচলের হয়ে লড়াই করছেন প্রশান্ত চোপড়া (৪৪ ব্যাটিং)। তাঁর সঙ্গী অঙ্কিত কলসি (১৭ ব্যাটিং)। বাকি ৯ উইকেট তুলে ম্যাচ জেতার জন্য শেষ দিন প্রথম সেশনেই ঝাঁপাতে চান ঈশান পোড়েলরা। অন্যদিকে, শেষ দিন ম্যাচ বাঁচানোর চেষ্টা করতে পারে হিমাচল।


 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version