Sunday, August 24, 2025

প্রতি বছরই চিকিৎসার জন্য বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে (India) আসেন প্রচুর মানুষ। তবে এবার এল ‘সান্টু’ (Santu)- বাংলাদেশের জনপ্রিয় কুকুর। খুলনাবাসী (Khulna) ৬ বছরের ল্যাব্রাডর প্রজাতির এই কুকুরটির সোশ্যাল মিডিয়ায় অনুগামী (Social media influencer) সংখ্যা প্রচুর। খুদে থেকে বৃদ্ধ-বৃদ্ধা সান্টুর দুষ্টুমিতে মজে সবাই। তবে ফ্যাটি লিভার (Fatty liver) এবং অ্যানিমিয়ার (Anemia) সমস্যায় বেশ কিছুদিন ধরেই ভুগছিল সান্টু। চিকিৎসার জন্য ২ ডিসেম্বর তাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসেন তার দিদি তনুশ্রী রায় (Tanusree Roy)।

মধ্যমগ্রামে (Madhyamgram) ঘর ভাড়া নিয়েছেন তনুশ্রী। সেখানে সান্টুর সঙ্গে সময় কাটিয়ে গেছেন অভিনেত্রী (Actress) দেবশ্রী রায় (Debasree Roy)। নিয়মিত দেখা করতে আসছেন বহু কুকুরপ্রেমীই (Dog lover)। সংবাদমাধ্যমকে তনুশ্রী জানিয়েছেন, তাঁর দাদা আশিস রায় (Ashish Roy) ২০১৬ সালের মে মাসে কলকাতায় এসেছিলেন। সেই সময় সান্টুকে বারাসাত (Barasat) থেকে কিনে খুলনাতে (Khulna) নিয়ে গিয়ে উপহার দিয়েছিলেন তনুশ্রীকে। তখন সান্টুর বয়স ছিল মাত্র এক মাস। ৩ বছর বয়সে সান্টুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করতে শুরু করেন তনুশ্রী। ধীরে ধীরে বাড়তে থাকে সান্টুর জনপ্রিয়তা।

তনুশ্রীর কথায় সান্টুর জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেছে কলকাতাতেও। তিনি সল্টলেকের (Saltlake) সিটি সেন্টারে (City centre) ঘুরতে গিয়েছিলেন তাঁর প্রিয় পোষ্যকে নিয়ে। সেখানে সান্টুকে দেখেই চিনতে পারেন অনেকে। তনুশ্রী বলেছেন, লকডাউনের সময় খুলনাতে মিলছিল না সান্টুর খাবার। সেই সময় অস্ট্রেলিয়া (Australia) থেকে এক সান্টুপ্রেমী খাবার পাঠিয়েছিলেন তার জন্য। নিজের দেশের পাশাপাশি সান্টু প্রেমে মাতোয়ারা কলকাতা থেকে অস্ট্রেলিয়াবাসী প্রত্যেকেই।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version