Wednesday, August 27, 2025

প্রতি বছরই চিকিৎসার জন্য বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে (India) আসেন প্রচুর মানুষ। তবে এবার এল ‘সান্টু’ (Santu)- বাংলাদেশের জনপ্রিয় কুকুর। খুলনাবাসী (Khulna) ৬ বছরের ল্যাব্রাডর প্রজাতির এই কুকুরটির সোশ্যাল মিডিয়ায় অনুগামী (Social media influencer) সংখ্যা প্রচুর। খুদে থেকে বৃদ্ধ-বৃদ্ধা সান্টুর দুষ্টুমিতে মজে সবাই। তবে ফ্যাটি লিভার (Fatty liver) এবং অ্যানিমিয়ার (Anemia) সমস্যায় বেশ কিছুদিন ধরেই ভুগছিল সান্টু। চিকিৎসার জন্য ২ ডিসেম্বর তাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসেন তার দিদি তনুশ্রী রায় (Tanusree Roy)।

মধ্যমগ্রামে (Madhyamgram) ঘর ভাড়া নিয়েছেন তনুশ্রী। সেখানে সান্টুর সঙ্গে সময় কাটিয়ে গেছেন অভিনেত্রী (Actress) দেবশ্রী রায় (Debasree Roy)। নিয়মিত দেখা করতে আসছেন বহু কুকুরপ্রেমীই (Dog lover)। সংবাদমাধ্যমকে তনুশ্রী জানিয়েছেন, তাঁর দাদা আশিস রায় (Ashish Roy) ২০১৬ সালের মে মাসে কলকাতায় এসেছিলেন। সেই সময় সান্টুকে বারাসাত (Barasat) থেকে কিনে খুলনাতে (Khulna) নিয়ে গিয়ে উপহার দিয়েছিলেন তনুশ্রীকে। তখন সান্টুর বয়স ছিল মাত্র এক মাস। ৩ বছর বয়সে সান্টুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করতে শুরু করেন তনুশ্রী। ধীরে ধীরে বাড়তে থাকে সান্টুর জনপ্রিয়তা।

তনুশ্রীর কথায় সান্টুর জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেছে কলকাতাতেও। তিনি সল্টলেকের (Saltlake) সিটি সেন্টারে (City centre) ঘুরতে গিয়েছিলেন তাঁর প্রিয় পোষ্যকে নিয়ে। সেখানে সান্টুকে দেখেই চিনতে পারেন অনেকে। তনুশ্রী বলেছেন, লকডাউনের সময় খুলনাতে মিলছিল না সান্টুর খাবার। সেই সময় অস্ট্রেলিয়া (Australia) থেকে এক সান্টুপ্রেমী খাবার পাঠিয়েছিলেন তার জন্য। নিজের দেশের পাশাপাশি সান্টু প্রেমে মাতোয়ারা কলকাতা থেকে অস্ট্রেলিয়াবাসী প্রত্যেকেই।

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version