Thursday, May 22, 2025

Ahmedabad: হাসপাতালে রহস্যমৃ*ত্যু মা-মেয়ের! আটক কর্মী  

Date:

Share post:

হাসপাতাল (Hospital) থেকে রহস্যজনকভাবে (Mysterious) উদ্ধার হল মা ও মেয়ের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গুজরাটের (Gujrat) আমেদাবাদের (Ahmedabad) এক হাসপাতালে। জানা গিয়েছে, হাসপাতালের বিভিন্ন কোন থেকে উদ্ধার হয়েছে তাঁদের মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছে অপারেশন থিয়েটারে (Operation Theatre) রাখা একটি আলমারির ভিতর থেকে। অন্যদিকে মায়ের মৃতদেহ উদ্ধার হয়েছে হাসপাতালের একটি বেডের নীচ থেকে। এদিকে গোটা ঘটনা জানার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমেদাবাদের ভুলভাই পার্কের একটি হাসপাতালে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত যুবতীর বয়স ৩০ বছর। এদিকে আলমারিতে যুবতীর দেহ দেখতে পাওয়ার পরই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে (Police)। আর ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই আর ভয়ঙ্কর বিষয় সামনে চলে আসে। পুলিশ তল্লাশি এরপরই এক ফাঁকা বেডের নীচ থেকে উদ্ধার হয় যুবতীর মায়ের মৃতদেহও। তবে ঠিক কীভাবে যুবতী ও তাঁর মায়ের মৃত্যু হল বা কে বা কারা তাঁদের দেহ আলমারি বা বেডের নীচে রাখল তা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। হাসপাতাল সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই হাসপাতালে দুর্গন্ধ বেরচ্ছিল। এরপর বুধবার সকালে হাসপাতালের এক সাফাই কর্মী অপারেশন থিয়েটারে রাখা একটি আলমারি খোলে। তারপরই আলমারির ভিতর থেকে গড়িয়ে নীচে পড়ে যুবতীর মৃতদেহ।

তবে মেয়ের মৃতদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। আর ওই সময় যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তারপরই আরও তৎপরতার সঙ্গে ময়দানে নামে পুলিশ। হাসপাতালের একাধিক জায়গায় চলে তল্লাশি (Search Operation)। সেখানেই হাসপাতালের একটি ফাঁকা বেডের নীচ থেকে উদ্ধার হয় তরুণীর মায়ের মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মেয়ে ও মা দুজনেই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। ইতিমধ্যে মনসুখ নামের এক হাসপাতাল কর্মীকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ (Interrogation) শুরু করেছে পুলিশ। ঘটনার কিনারা করতে জারি রয়েছে তল্লাশি।

 

 

spot_img

Related articles

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...

শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ‘অভব্য’ আচরণ বিক্ষোভকারীদের! নিন্দা তৃণমূলের

আদালত বলেছিল, শিক্ষকরা শিক্ষকদের মতো আচরণ করুন। তার পরেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বাড়ির সামনে অভব্য আচরণ...