হাসপাতাল (Hospital) থেকে রহস্যজনকভাবে (Mysterious) উদ্ধার হল মা ও মেয়ের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গুজরাটের (Gujrat) আমেদাবাদের (Ahmedabad) এক হাসপাতালে। জানা গিয়েছে, হাসপাতালের বিভিন্ন কোন থেকে উদ্ধার হয়েছে তাঁদের মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছে অপারেশন থিয়েটারে (Operation Theatre) রাখা একটি আলমারির ভিতর থেকে। অন্যদিকে মায়ের মৃতদেহ উদ্ধার হয়েছে হাসপাতালের একটি বেডের নীচ থেকে। এদিকে গোটা ঘটনা জানার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমেদাবাদের ভুলভাই পার্কের একটি হাসপাতালে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত যুবতীর বয়স ৩০ বছর। এদিকে আলমারিতে যুবতীর দেহ দেখতে পাওয়ার পরই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে (Police)। আর ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই আর ভয়ঙ্কর বিষয় সামনে চলে আসে। পুলিশ তল্লাশি এরপরই এক ফাঁকা বেডের নীচ থেকে উদ্ধার হয় যুবতীর মায়ের মৃতদেহও। তবে ঠিক কীভাবে যুবতী ও তাঁর মায়ের মৃত্যু হল বা কে বা কারা তাঁদের দেহ আলমারি বা বেডের নীচে রাখল তা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। হাসপাতাল সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই হাসপাতালে দুর্গন্ধ বেরচ্ছিল। এরপর বুধবার সকালে হাসপাতালের এক সাফাই কর্মী অপারেশন থিয়েটারে রাখা একটি আলমারি খোলে। তারপরই আলমারির ভিতর থেকে গড়িয়ে নীচে পড়ে যুবতীর মৃতদেহ।


তবে মেয়ের মৃতদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। আর ওই সময় যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তারপরই আরও তৎপরতার সঙ্গে ময়দানে নামে পুলিশ। হাসপাতালের একাধিক জায়গায় চলে তল্লাশি (Search Operation)। সেখানেই হাসপাতালের একটি ফাঁকা বেডের নীচ থেকে উদ্ধার হয় তরুণীর মায়ের মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মেয়ে ও মা দুজনেই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। ইতিমধ্যে মনসুখ নামের এক হাসপাতাল কর্মীকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ (Interrogation) শুরু করেছে পুলিশ। ঘটনার কিনারা করতে জারি রয়েছে তল্লাশি।
