Monday, November 3, 2025

“আমরা দুজনেই চাই অবিলম্বে যু*দ্ধ শেষ হোক”: হোয়াইট হাউসে মুখোমুখি বাইডেন-জেলেনস্কি

Date:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine Conflict) ৩০০ দিন অতিক্রান্ত। আর এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রথমবার মুখোমুখি হলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি (Vladimir Zelensy) ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। বুধবারই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছন তিনি। এরপরই হোয়াইট হাউসে (White House) গিয়ে বাইডেনের সঙ্গে দেখা করেন ইউক্রেন প্রেসিডেন্ট। প্রথম দিকেই লাগাতার হামলা চালাচ্ছিল রাশিয়া, কিন্তু মাঝে কিছুটা ঝাঁঝ কমায় রুশ সেনাবাহিনী। এরপর ইউক্রেনে জাঁকিয়ে শীত পড়ার সঙ্গে সঙ্গে ফের হামলা জোরদার হয়েছে। তবে বর্তমানে এই যুদ্ধের ইতি টানতে চাইছেন দুই দেশের প্রেসিডেন্ট। কিন্তু ইতিমধ্যে বল পুতিনের কোর্টেই ঠেলেছেন জেলেনস্কি, এমনটাই সূত্রের খবর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে জেলেনস্কির দেখা হওয়ার পর হ্যান্ডশেকের (Handshake) ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সূত্রের খবর, এদিন প্রায় দু’ঘণ্টা ধরে নিজেদের মধ্যে আলোচনা সারেন বাইডেন-জেলেনস্কি।

তবে প্রথমে নিরাপত্তাজনিত কারণে জেলেনস্কির এই সফর বাতিলের আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু পরে আমেরিকার গুপ্তচর বিমানের কড়া নজরদারির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছন ইউক্রেন প্রেসিডেন্ট। এরপরই সোজা হোয়াইট হাউসে গিয়ে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আর বৈঠকের পর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জেলেনস্কি জানান, এই সফরের মাধ্যমে আমেরিকার আঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত হবে। তবে এদিনের বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন করেন দু’দেশের প্রেসিডেন্ট। বাইডেন সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা দুজনই চাই অবিলম্বে যুদ্ধ শেষ হোক। এই যুদ্ধ আগেই শেষ হয়ে যেত যদি পুতিনের সম্ভ্রম থাকত এবং তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন।

অন্যদিকে জেলেনস্কি জানান, মার্কিন কংগ্রেস আমায় যেভাবে সবসময় সমর্থন জানিয়েছে তাতে আমি আপ্লুত। পাশাপাশি পাশে থাকার জন্য আমেরিকার সমস্ত বাসিন্দাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ইউক্রেন প্রেসিডেন্ট।

 

 

Related articles

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস...

গুলি চলার সাড়ে তিনঘণ্টায় গ্রেফতার: হরিদেবপুরে সম্পর্কের টানাপোড়েন

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই গুলি চলল হরিদেবপুরে। অভিযুক্তের নাম বাবলু ঘোষ। সোমবার ভোরে গুলি চলার সাড়ে তিন ঘণ্টার...

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...
Exit mobile version