বিশ্বকাপ জয়ে ডাবল সেলিব্রেশন মেসির বাড়িতে, উপস্থিত বন্ধু সুয়ারেজ

সেখানে সপরিবারে এলএম টেনের বাড়িতে গিয়ে ওঠেন সুয়ারেজ। এদিন বন্ধু সুয়ারেজের সঙ্গে নিজের একটি ছবি পোস্টও করেন লিও।

গত রবিবার ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্তিনা। ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতে দেশে ফিরে উৎসবে ডুবে রয়েছেন লিওনেল মেসিরা। বন্ধু মেসির সঙ্গে বিশ্বকাপ জয়ের মুহূর্ত ভাগ করে নিতে এবং ক্রিসমাস উদযাপন করতে সপরিবারে আর্জেন্তিনায় পৌঁছে গিয়েছেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। বৃহস্পতিবার উরুগুয়ের তারকা নিজের প্রাইভেট জেটে বুয়েনস আইরেস পৌঁছে রওনা হন রোজারিওর উদ্দেশে। সেখানে সপরিবারে এলএম টেনের বাড়িতে গিয়ে ওঠেন সুয়ারেজ। এদিন বন্ধু সুয়ারেজের সঙ্গে নিজের একটি ছবি পোস্টও করেন লিও।

জানা গিয়েছে, এবারের ক্রিসমাসটা সুয়ারেজ ও তাঁর পরিবারের সদস্যরা মেসির বাড়িতেই কাটাবেন। বিশ্বসেরা ফুটবলারের ছেলেবেলা কেটেছে রোজারিওতেই। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা গিয়েছে, সুয়ারেজ তাঁর এক সন্তানের হাত ধরে মেসির বাড়িতে হাজির হয়েছেন। উরুগুয়ের তারকা স্ট্রাইকারের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সোফিয়া বলবি এবং তাঁদের দুই সন্তান। মেসি ও সুয়ারেজের পরিবারের মধ্যে খুব ভাল সম্পর্ক। দু’জনে যখন বার্সেলোনায় সতীর্থ ছিলেন, তখন থেকেই দুই তারকার পরিবারের মধ্যে দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল। বার্সেলোনার হয়ে ছ’টি মরশুম একসঙ্গে খেলেছেন মেসি ও সুয়ারেজ। পরবর্তী কালে দু’জন ক্লাব বদলে ফেললেও বন্ধুত্বে ছেদ পড়েনি। চলতি বছর ইবিজা দ্বীপে দুই তারকার পরিবার একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন।


Previous articleকম্বল কাণ্ডে তৃতীয় নোটিশের পর চৈতালির বাড়িতে পুলিশ, চলছে জেরা
Next articleHowrah: চিন্তা বাড়াচ্ছে কোভিড! বাতিল ডুমুরজলায় প্রধানমন্ত্রীর জনসভা