শিক্ষক নিয়োগ দুর্নীতি: এবার পার্থর ই-মেল আইডি, পাসওয়ার্ডের সন্ধানে বিকাশ ভবনে সিবিআই

তদন্ত থেমে নেই। দুর্নীতির শিকড়ে পৌঁছাতে এবার কোন ইমেল আইডি ব্যবহার করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, পাসওয়ার্ড কী ছিল? তা জানতে বিকাশভবনে সিবিআই যায় টিম

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। যতদিন যাচ্ছে, ততই নতুন নতুন ও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই মামলায়। সেই সংক্রান্ত একের পর এক নথি আদালতে পেশ করছে দুই তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন অধরাও এখনও। বড়দিন ও ইংরেজি নববর্ষ এবার জেলেই কাটবে পার্থর। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

তদন্ত থেমে নেই। দুর্নীতির শিকড়ে পৌঁছাতে এবার
কোন ইমেল আইডি ব্যবহার করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, পাসওয়ার্ড কী ছিল? তা জানতে বিকাশভবনে সিবিআই যায় টিম। স্রেফ কম্পিউটার খতিয়ে দেখা নয়, সচিবালয়ে ৩ কর্মীকে জিজ্ঞাসাবাদও করলেন তদন্তকারীরা। বাক্সবন্দি করে নিয়ে গেলেন ২০১৭-২০১৮-র গ্রুপ ডি পদে নিয়োগের সংক্রান্ত নথিও।

গতকাল, শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে এবার বিকাশ ভবনে পৌঁছে শিক্ষামন্ত্রী সচিবালয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। প্রথমে একতলায় ওয়ার হাউস খুলে ২০১৭-২০১৮-র গ্রুপ ডি পদে নিয়োগের সংক্রান্ত সংগ্রহ করেন তাঁরা। এরপর চলে যান পাঁচতলায়। সেখানে সচিবালয়ে ঢুকে কম্পিউটারটি খতিয়ে দেখেন সিবিআই আধিকারিক। ৩ কর্মীকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইমেল আইডি, পালওয়ার্ড-সহ বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়।

Previous articleহৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী
Next articleবিহারে ইট ভাটায় ভয়াবহ বিস্ফো*রণে মৃ*ত ৮, অন্তত ২৪ জন চাপা পড়ার আশঙ্কা