Thursday, December 18, 2025

Uttarpradesh : সুড়ঙ্গ খুঁড়ে ব্যাঙ্কের ভল্ট কেটে ২ কেজি সোনা পাচার !

Date:

Share post:

এ যেন সিনেমা এসে বাস্তবে ধরা দিল। প্রায় ১০ ফুটের সুড়ঙ্গ খুঁড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের (State-owned banks)লকার ভেঙে টাকা সোনা লুট করার মতো দুঃসাহসিক ঘটনা যোগী রাজ্যে (Yogi State)। ফের বিজেপি (BJP)শাসিত রাজ্যে পুলিশের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ মিলল। যে সুড়ঙ্গটি করা হয়েছিল তা ছিল ৪ ফুট চওড়া। ব্যাঙ্কের পিছনের দিকে একটি ফাঁকা জায়গা ছিল। পরিকল্পনা করে সেখান থেকেই সুড়ঙ্গটি এমন ভাবে খোঁড়া হয়েছিল যাতে সাধারণ মানুষের চোখে চট করে ধরা না পড়ে। অবাক হয়েছেন পুলিশের দুঁদে অফিসাররাও। উত্তরপ্রদেশের কানপুরের (Kanpur, Uttarpradesh)ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

স্পেনের সেন্ট্রাল ব্যাঙ্কের ভল্ট ভেঙে কয়েকশো কোটি টাকার সোনা চুরির সেই ঘটনা মনে আছে, মানে সিনে পর্দায় যা পরিচিত ‘মানি হাইস্ট’ নামে। এবার সেই কাহিনী বাস্তবে উঠে এল। ২০২২ সালে এইভাবে ডাকাতি হতে পারে বিশ্বাস করতে পারছেন না কেউই। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ডাকাতরা প্রথমে অ্যালার্ম ব্যবস্থাকে অকেজো করে স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেন। তার পর ভল্ট কেটে প্রায় ২ কেজি সোনা নিয়ে চম্পট দেয় ডাকাত দল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান গোটা বিষয়টা রেইকি করে তারপর প্ল্যান করা হয়েছিল। তবে যেভাবে ১০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে সোজা ভল্টে পৌঁছে যায় ডাকাতদল, তাতে পরিষ্কার যে ব্যাঙ্কের ভেতরের কোনও কর্মীর এতে সক্রিয় মদত ছিল। টাকার ভল্ট অবশ্য ভাঙতে পারেন নি দুষ্কৃতীরা বলেই ব্যাঙ্ক সূত্রে খবর। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...