Tuesday, May 6, 2025

কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলা, থাকছে না কড়াকড়ি

Date:

Share post:

জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিল ও চিনে করোনার গ্রাফ আবার ঊর্ধ্বমুখী। পরিস্থিতির উপর নজর রেখে রাজ্য সরকার প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা গোটা বিষয়টা নজরে রাখছি। মনিটরিং কমিটিও তৈরি করা হয়েছে। তবে নিয়ম মেনেই গঙ্গাসাগর মেলা হবে। উৎসবের মুহূর্ত মানুষ তো উদযাপন করবেনই। আমাদের এখানে করোনা নেই। করোনা এলে আমরা মাস্ক পরতে বলব। তবে করোনা আসছে, আগে থেকেই এটা ধরে নিতে চাইছি না। এই বিষয়ে নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে কোভিড মনিটরিং কমিটির একটি বৈঠকও হয়েছে। নবান্ন ও স্বাস্থ‌্যদপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ ধরা পড়েনি। তবুও অক্সিজেন, হাসপাতালের বেড ও পরীক্ষা সংক্রান্ত পরিকাঠামো নিয়েও আলোচনা হয়েছে। মাস্ক পরায় জোর দিতে বলা হয়েছে। গত এক মাসের মধ্যে যত জন পজিটিভ হয়েছেন, তাঁদের প্রত্যেকের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য কল্যাণীর গবেষাণাগারে পাঠাতে বলা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

কেন্দ্র ও রাজ্যগুলি করোনা সতর্কতাবার্তা দিয়েছে। গঙ্গাসাগর নিয়েও কিছু দিন আগেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।  মততা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘উদ্বেগের কিছু নেই, পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার’, এখনই নাইট কার্ফু বা বিধিনিষেধের কথা ভাবছে না সরকার। সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে। কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলা হবে’।
করোনাকালে গঙ্গাসাগর মেলা নিয়ে উৎকন্ঠার জবাব দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ৩০ লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলায় আসবে। তাই এই উৎসব বাংলার জন্য অত্যন্ত জরুরি। আমরা বৈঠক করেছি যেখানে সবাই থেকে সমস্যার অনুযায়ী কাজ করবে। কলকাতা পৌর সংস্থার সমস্ত পরিস্কার করা, পরিবহন গাড়ির ব্যবস্থা করবে কিভাবে দায়িত্ব বণ্টন করা হবে সবকিছুর দিকে নজর রাখছে। সেই সময় জি ২০ বৈঠকও আছে। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ আছে। যেহেতু জি ২০ বৈঠকের জন্য গঙ্গার ধরে তিন- চার বার সাফাইয়ের কাজ করা হবে। সেখানে কোভিড টেস্টিং য়ের ব্যবস্থা রাখা হচ্ছে। মাস্ক পড়ে থাকবে সকলেই,  সানিটাইজারের ব্যবস্থা রাখা হবে। এখনও কোভিড ধরা পড়েনি ভারতবর্ষ। তাই সেরকম কোনও পরিস্তিতি নেই। তবে সতর্ক থাকতে হবে।

spot_img

Related articles

ভারতীয় ফুটবলের কোচের দায়িত্ব ছাড়তে পারেন মানোলো মার্কুয়েজ

এবার কী ভারতীয় ফুটবল(Indian Football Team) দলের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন মানোলো মার্কুয়েজ(Manolo Marquez)। হঠাত্ই এমন একটা গুঞ্জন...

আইন-শৃঙ্খলায় জোর: ফরাক্কা-ধুলিয়ান-সুতি নিয়ে নয়া মহকুমার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইন-শৃঙ্খলায় জোর। ফরাক্কা (Farakka), ধুলিয়ান, সুতি নিয়ে নতুন মহকুমা তৈরি হবে। মঙ্গলবার সুতি-তে ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের সংলগ্ন...

কানাডায় প্রকাশ্যে মোদি-শাহর কুশপুতুল দাহ! কড়া বার্তা বিদেশমন্ত্রকের

কানাডায় খালিস্তানপন্থীদের ভারত-বিরোধী মিছিলের তীব্র নিন্দা বিশ্বের কোণায় কোণায়। টরন্টোয় (Toronto) খালিস্তানিপন্থীদের মিছিলে ট্রাকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও...

কাশ্মীরে শহিদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি, হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে শহিদ তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গিদের লড়াইয়ে শহিদ হয়েছিলেন...