Thursday, August 21, 2025

কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলা, থাকছে না কড়াকড়ি

Date:

Share post:

জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিল ও চিনে করোনার গ্রাফ আবার ঊর্ধ্বমুখী। পরিস্থিতির উপর নজর রেখে রাজ্য সরকার প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা গোটা বিষয়টা নজরে রাখছি। মনিটরিং কমিটিও তৈরি করা হয়েছে। তবে নিয়ম মেনেই গঙ্গাসাগর মেলা হবে। উৎসবের মুহূর্ত মানুষ তো উদযাপন করবেনই। আমাদের এখানে করোনা নেই। করোনা এলে আমরা মাস্ক পরতে বলব। তবে করোনা আসছে, আগে থেকেই এটা ধরে নিতে চাইছি না। এই বিষয়ে নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে কোভিড মনিটরিং কমিটির একটি বৈঠকও হয়েছে। নবান্ন ও স্বাস্থ‌্যদপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ ধরা পড়েনি। তবুও অক্সিজেন, হাসপাতালের বেড ও পরীক্ষা সংক্রান্ত পরিকাঠামো নিয়েও আলোচনা হয়েছে। মাস্ক পরায় জোর দিতে বলা হয়েছে। গত এক মাসের মধ্যে যত জন পজিটিভ হয়েছেন, তাঁদের প্রত্যেকের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য কল্যাণীর গবেষাণাগারে পাঠাতে বলা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

কেন্দ্র ও রাজ্যগুলি করোনা সতর্কতাবার্তা দিয়েছে। গঙ্গাসাগর নিয়েও কিছু দিন আগেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।  মততা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘উদ্বেগের কিছু নেই, পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার’, এখনই নাইট কার্ফু বা বিধিনিষেধের কথা ভাবছে না সরকার। সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে। কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলা হবে’।
করোনাকালে গঙ্গাসাগর মেলা নিয়ে উৎকন্ঠার জবাব দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ৩০ লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলায় আসবে। তাই এই উৎসব বাংলার জন্য অত্যন্ত জরুরি। আমরা বৈঠক করেছি যেখানে সবাই থেকে সমস্যার অনুযায়ী কাজ করবে। কলকাতা পৌর সংস্থার সমস্ত পরিস্কার করা, পরিবহন গাড়ির ব্যবস্থা করবে কিভাবে দায়িত্ব বণ্টন করা হবে সবকিছুর দিকে নজর রাখছে। সেই সময় জি ২০ বৈঠকও আছে। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ আছে। যেহেতু জি ২০ বৈঠকের জন্য গঙ্গার ধরে তিন- চার বার সাফাইয়ের কাজ করা হবে। সেখানে কোভিড টেস্টিং য়ের ব্যবস্থা রাখা হচ্ছে। মাস্ক পড়ে থাকবে সকলেই,  সানিটাইজারের ব্যবস্থা রাখা হবে। এখনও কোভিড ধরা পড়েনি ভারতবর্ষ। তাই সেরকম কোনও পরিস্তিতি নেই। তবে সতর্ক থাকতে হবে।

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...