বড়দিনের আনন্দে আলোয় ভাসছে ‘নির্মল হৃদয়’

রাতেই গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা এবং ক্যারলের মধ্যে পালন করা হচ্ছে ‘প্রভু যীশুর জন্মদিন’।

বড়দিনকে কেন্দ্র করে দিন চারেক আগে থেকেই সাজো সাজো রব গোটা মহানগরের। কলকাতায় ক্রিসমাস ফেস্টিভেল কার্যত শুরু হয়ে গিয়েছিল সেই সময় থেকেই।

রাতেই গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা এবং ক্যারলের মধ্যে পালন করা হচ্ছে ‘প্রভু যীশুর জন্মদিন’। বাদ যায়নি কলকাতায় মাদার টেরিজার ‘নির্মল হৃদয়’। আর্তের সেবায় মাদারের জীবনের প্রথম হাসপাতাল “নির্মল হৃদয়”।
পুরপ্রতিনিধি প্রবীর কুমার মুখোপাধ্যায়ের উদ্যোগে ও কলকাতা পুরসভার আলোকসজ্জা বিভাগের সহযোগিতায় রঙিন আলো দিয়ে আলোকিত করা হয়েছে। এখানে বড়দিনের উৎসবে সামিল হয়েছেন আট থেকে আশি সবাই।

 

Previous articleকোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলা, থাকছে না কড়াকড়ি
Next articleআবাস প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্যে বাদ প্রায় সাড়ে ৫ লক্ষ নাম !