Saturday, January 31, 2026

‘বেলাগাম’ দিলীপ! পঞ্চায়েত ভোটের আগে উস্কানিমূলক মন্তব্য

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে বিজেপি (BJP) নেতাদের উস্কানিমূলক মন্তব্যের বিরাম নেই। এবার বেলাগাম বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পঞ্চায়েতে দুর্নীতি হলে অভিযুক্তদের গাছে বেঁধে মারের নিদান দিলেন দিলীপ। বললেন, “পঞ্চায়েতের লোকেদের নিম, খেঁজুর গাছে বেঁধে হিসাব চাইবেন। কলার ধরবেন।”

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির অভিযোগ, গতবার পঞ্চায়েত ভোটে জোর করে তাঁদের দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে তাই আইন হাতে তুলে দেওয়ার বার্তা দিচ্ছেন দিলীপ। তাঁর নিদান, “এই পঞ্চায়েতের লোকেদের নিম, খেঁজুর গাছে বেঁধে হিসাব চাইবেন। কলার ধরবেন। আপনার টাকা চুরি করে বাড়ি, গাড়ি, বউয়ের গয়না কিনেছে, ছেলেকে বাইরে পড়াচ্ছে। পাই পয়সা পঞ্চায়েতের কাছ থেকে বুঝে নেবেন। নির্বাচন আসছে। বাড়িতে গলায় গামছা বেঁধে ধরবেন।”

এভাবে উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর চেষ্টার তীব্র বিরোধিতা করেছে সেটা হচ্ছে শাসকদল। তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) তীব্র কটাক্ষ করে বলেন,”ডাস্টবিন থেকে কি গোলাপের গন্ধ বেরোয়? দিলীপের মুখ থেকে এ সব কথাই বেরোবে। জনবিচ্ছিন্ন হয়েছে ওঁর দল। সন্ত্রাসকে হাতিয়ার করে বাঁচতে চাইছে, তার প্রমাণ তো আগেই পেয়েছি। ১৩ সেপ্টেম্বর কলকাতার রাজপথে রাজনৈতিক সন্ত্রাস করেছে। ওরা বুঝতে পারছে, মানুষের থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সন্ত্রাসকে হাতিয়ার করে বাঁচতে চাইছে। এটা গুজরাত নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি ও উন্নয়নের বাংলা।”

 

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...