Saturday, August 23, 2025

শ্রদ্ধাকাণ্ডে ভয় পেয়েই সম্পর্কে বিচ্ছেদ! পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি তুনিশার প্রেমিক শীজানের

Date:

অভিনেত্রী তুনিশা শর্মা (Actress Tunisha Sharma) আত্মহত্যা মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল তাঁর প্রাক্তন প্রেমিক তথা অভিনেতা শীজান খানকে (Seezan Khan)। শীজান আপাতত পুলিশ হেফাজতে (Police Custody)। তারই মাঝে আজ, সোমবার সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশি জেরায় শীজান স্বীকার করে, তুনিশার সঙ্গে তিনি ব্রেকআপ করেছিলেন। কিন্তু কেন এই বিচ্ছেদের সিদ্ধান্ত?

শীজানের দাবি, “মৃত্যুর কিছুদিন আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিল তুনিশা। তখন আমিই ওকে বাঁচাই। তবে দিল্লির শ্রদ্ধা (Sraddha Walker) হত্যাকাণ্ডের পর আমি ভয় পেয়ে যাই। তখনই আমি এই সম্পর্কের ব্রেক আপ করি। ধর্মের কারণেই এই সিদ্ধান্ত।”

গত শনিবার একটি ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন সেটের ওয়াশরুমে আত্মঘাতী হন বছর কুড়ির অভিনেত্রী তুনিশা শর্মা। তাঁর প্রেমিক অভিনেতা শীজান খানের বিরুদ্ধে অভিযোগ করেন অভিনেত্রীর মা। সেই অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য গ্রেফতার করা হয় শীজানকে।

তুনিশার মা-এর অভিযোগ, “আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, পরে সম্পর্কে ভেঙেছে শীজান। আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল শীজান। তাঁর সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই তুনিশার সঙ্গে সম্পর্কে জড়ায় সে। তিন-চার মাস ধরে ওকে ব্যবহার করে। তারপর ব্রেক আপ করে নেয়। আমার আর্জি শীজানকে যেন ছেড়ে দেওয়া না হয়। আমার বাচ্চা চলে গেল।”

বিচ্ছেদের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। সেই কারণেই হয়তো আত্মঘাতী হয়েছেন তুনিশা। যদিও তুনিশার সেটে হাজির ছিলেন না তাঁর প্রাক্তন। প্রাথমিক ময়নাতদন্তের পরে জানা যায় যে, গায়ে কোনও আঘাতের দাগ নেই তুনিশার। গলায় দড়ি দিয়ে ওয়াশরুমে আত্মহত্যা করেন অভিনেত্রী, সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও তুনিশার কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শীজানকে।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version