প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ নিয়ে সোমবার জরুরি ভিত্তিতে এই নির্দেশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নির্দেশিকায় জানানো হয়েছে, করোনার সব বিধি মেনেই চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে আসতে হবে।মঙ্গলবার ২০০ এরও বেশি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ দিতে আসার কথা।
পর্ষদ সূত্রে জানানো হয়েছে, ইন্টারভিউ নেবেন একাধিক শিক্ষক। তাই সবরকমের সতর্কতামূলক পদক্ষেপ করা হবে। ২৭ ডিসেম্বর প্রথম পর্যায়ের ইন্টারভিউ নিতে চলেছে পর্ষদ। গত বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। ২০১২-২০১৪-২০১৭ টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পেরেছেন। তাঁদেরই প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হচ্ছে।