Wednesday, August 27, 2025

ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে হল প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ

Date:

Share post:

আজ মঙ্গলবার থেকেই প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথম পর্যায়ে যারা কলকাতা জেলার জন্য আবেদন করেছিলেন তাদের ইন্টারভিউ প্রক্রিয়া আগে শুরু হয়েছে। বাকি জেলার প্রাইমারি টেট পাশ চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ধাপে ধাপে সম্পন্ন হবে।  এবারে কেন্দ্রীয় ভাবে ইন্টারিউয়ের প্রক্রিয়া চলবে। জেলা ভিত্তিক নিয়োগে একাধিক সমস্যা হচ্ছে। তাই এবার কেন্দ্রীয় ভাবে ইন্টারভিউ নেওয়া হবে।

সোমবার  ১০টার সময় টেট উত্তীর্ণদের ডাকা হয়েছিল পর্ষদের দফতরে। সকাল ১১টা থেকেই শুরু হয় ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউড টেস্ট। মোট ৫টি টেবিলে ৩ জন করে বিশেষজ্ঞ, প্রতিটি টেবিলের মাথায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে শুরু হয় ইন্টারভিউ পর্ব। এবার আর নিয়োগ প্রক্রিয়ায় কোনও ফাঁকফোকর রাখতে চায়নি পর্ষদ।

এই বিষয়ে পর্ষদের তরফে ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার বলেছেন, আমরা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়াটি চালাতে বদ্ধপরিকর। তাই স্বচ্ছতা বজায় রাখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্টারভিউ আর পরীক্ষা চলাকালীন তো বটেই, তার আগেও প্রার্থীদের তথ্য যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার আরও ২৮০ জনকে ডাকা হয়েছে বলে সোমবার সংবাদিকদের মুখোমুখি হয়ে জানান পর্ষদ সভাপতি গৌতম পাল। মৌখিকের পাশাপাশি অ্যাপ্টটিউট টেস্টে স্কুলে তাঁরা কী ভাবে পড়াবেন, তা বিশেষজ্ঞদের সামনে দেখাতে হবে চাকরিপ্রার্থীদের। দু’টি ক্ষেত্রে বরাদ্দ পাঁচ নম্বর করে মোট ১০। কোভিড-বিধি মেনে চাকরিপ্রার্থীদের মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হচ্ছে। তাঁদের দেহের তাপমাত্রা পরীক্ষায় থার্মাল গানেরও ব্যবস্থা রাখছে পর্ষদ।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...