Thursday, August 21, 2025

এফসি গোয়ার বিরুদ্ধে দুরন্ত জয়, বছরের শেষ জয় পেয়ে কী বললেন জুয়ান?

Date:

Share post:

বুধবার আইএসএল-এর ম‍্যাচে দুরন্ত জয় পেয়েছে এটিকে মোহনবাগান। এফসি গোয়াকে তারা ২-১ গোলে। দলে এত চোট-আঘাত সমস্যা থাকা সত্ত্বেও এফসি গোয়ার মতো দলের বিরুদ্ধে এই দুরন্ত জয়ে খুশি এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। তাঁর মতে, ফুটবলারদের পারফরম্যান্সের চেয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা ও মানসিকতাটাই বেশি গুরুত্বপূর্ণ।

এই জয়ের পর ফেরান্দো বলেন,” এই দুঃসময়ে ঠিকমতো প্রস্তুতি নেওয়াই কঠিন। অনেক চোট-আঘাত রয়েছে আমাদের। এই মাসের ২৬টা দিন খুব কঠিন কেটেছে আমাদের। এই কয়েকদিনে একাধিক গুরুতর চোট লেগেছে আমাদের খেলোয়াড়দের। দিমিত্রিয়স পেত্রোতাস কথাই ধরুন। গত দু’সপ্তাহ ধরে ওর চোট রয়েছে। কিন্তু তবু ও খেলে যাচ্ছে, অনুশীলন করে যাচ্ছে। সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। খেলোয়াড়দের এই চেষ্টাটা তাদের পারফরম্যান্সের চেয়েও গুরুত্বপূর্ণ। কঠিন সময়ে হারের পরেও জয়ে ফিরে আসার মানসিকতা নিয়ে মাঠে নামতে পারার যে ক্ষমতা, তা এক কথায় অসাধারণ। পারফরম্যান্সে ভুলভ্রান্তি নিয়ে এখন না ভেবে ইতিবাচক ভাবনা ভাবাই এখন ভাল।”

এফসি গোয়ার বিরুদ্ধেও অনেক সুযোগ তৈরি হয়। তবে তা গোল দরজা খুলতে পারেনি। মুম্বই ম‍্যাচের আগে এই সমস্যা নিয়ে কী পরিকল্পনা? এই নিয়ে জুয়ান বলেন,” এটা ঠিকই যে, মুম্বইয়ের বিরুদ্ধে লড়াইটা অন্য রকমের হবে। সে জন্য আমাদের অন্য রকমের পরিকল্পনা তৈরি করতে হবে। তবে সবার আগে আমাদের চোট-আঘাত সমস্যা মেটাতে হবে। গত তিন সপ্তাহে আমরা অনুশীলনে মেডিক্যাল স্টাফদেরও নামাতে বাধ্য হয়েছি। খেলোয়াড়দের এখন ভাল মতো বিশ্রাম দরকার। তাদের চিকিৎসা দরকার। যাতে মাঠে ফিরে তারা ভাল পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারে।”

গত ম্যাচে নর্থইস্টের কাছে হারার পর এই ম‍্যাচে ঘুরে দাঁড়ানো।  নিজেদের কী ভাবে উজ্জীবিত করে তোলেন আপনারা? এই নিয়ে ম‍্যাচের সেরা পেত্রোতাস বলেন,” যখনই আমরা এভাবে হারি। তখন নিজেদের ভুল শোধরানোর  কথা ভাবি। গোয়ার বিরুদ্ধে  দলের প্রতিটি সদস্য ভাল খেলেছে। এমনকী যারা চোট সারিয়ে দলে ফিরেছে, তারাও যথেষ্ট ‘ফোকাসড’ ছিল।”

ম্যাচের সেরা হয়েছেন, এই পুরস্কার কাকে উৎসর্গ করতে চান? এই পেত্রোতাস বলেন,”অবশ্যই দলকে। গত ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোটা কঠিন ছিল। গত সপ্তাহের হারটা মোটেই ভাল ছিল না। তাই এই পুরস্কার আমি দলকে উৎসর্গ করতে চাই। এটা দলগত খেলা আর দল হিসেবে আমাদের এক থাকতে হবে।”

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...