Thursday, August 28, 2025

দেশের যে কোনও প্রান্ত থেকেই নিজের কেন্দ্রে ভোটদান সম্ভব! তৈরি নয়া EVM   

Date:

পরিযায়ী শ্রমিক বা ভিনরাজ্যে বসবাসকারী নাগরিকদের জন্য এবার বিশেষ পদ্ধতি চালু করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। এবার থেকে রিমোট ভোটিং (Remote Voting) পদ্ধতিতে ভোটগ্রহণ করা যাবে। বৃহস্পতিবারই কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। কমিশন একটি বিশেষ ধরনের ইভিএম (Multi Constituency EVM) প্রস্তুত করেছে, যার মাধ্যমে যে কোনও জায়গা থেকেই এবার নিজের কেন্দ্রে ভোট দেওয়া যাবে। একটি মেশিন থেকেই ৭২ টি কেন্দ্রে একসঙ্গে ভোট দেওয়া হবে। আর এই পদ্ধতি ঠিকমতো বোঝাতে সব রাজনৈতিক দলকে (Political Parties) ডেকেছে কমিশন। ৮ টি জাতীয় দল ৫৭ টি আঞ্চলিক দলের প্রতিনিধিদের ডেকে পাঠান হয়েছে। আগামী ১৬ জানুয়ারি সব দলের কাছে ওই পদ্ধতি বর্ণনা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

নির্বাচন কমিশন অবশ্য এই রিমোট ভোটিং মেশিন চালুর আগে সমস্ত আইনি এবং প্রযুক্তিগত পদক্ষেপের তালিকা তৈরি করেছে। বিভিন্ন সমীক্ষা এবং গবেষণায় দেখা গিয়েছে, ভারতের এক তৃতীয়াংশ জনসংখ্যা ভোটদানে বিরত থাকছে। আর এই বিষয়টিই নির্বাচন কমিশনের কাছে যথেষ্ট উদ্বেগের। আর সেই কারণেই এই মাল্টি কন্সটিটিউয়েন্সি রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করা হয়েছে। নতুন ধরনের এই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে ভোটদানে খুবই সুবিধাজনক হবে। দেশের যে প্রান্তেই কর্মসূত্র তাঁরা থাকুন না কেন আর ভোটের সময় বাড়ি ছুটতে হবে না বরং নিজের কর্মস্থান থেকেই নিজের এলাকায় ভোট দিতে পারবেন ওই ব্যক্তি।

কমিশনের বক্তব্য, দেশের ৯০ কোটি ভোটারের মধ্যে ভোটদানে বিরত থাকেন কমপক্ষে ৩০ কোটিরও বেশি ভোটার। তাঁরা প্রত্যেকেই কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকেন। ২০১৫ সালে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) রায়ের ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশন।

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version