Wednesday, May 7, 2025

অরিজিত সিংয়ের কনসার্ট ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।আর এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে গেরুয়া শিবির।বিজেপি বিষয়টির সঙ্গে রাজনীতি যোগ করে দিতে চাইছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।তাঁর সাফ কথা, বিজেপি বলছে, চলচ্চিত্র উৎসবে ‘গেরুয়া’ গাওয়ার জন্য অরিজিতের অনুষ্ঠান বাতিল হয়েছে ইকো পার্কে।এটি ডাহা মিথ্যা।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা ট্যুইট করে জানিয়েছেন, ‘গত à§§à§« ডিসেম্বর অরিজিৎ গেরুয়া গানটি গেয়েছেন, তার আগেই গত à§® ডিসেম্বর তাঁর শো বাতিল করা হয়, à§« লক্ষ টাকা ডিপোজিট মানিও ফেরত দেওয়া হয়। তাহলে, ‘গেরুয়া’ গান গাওয়ার জন্য শো বাতিল করা হয়েছে, এমন প্রশ্ন কেন উঠছে?’ সলমনের অনুষ্ঠানের তিন লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে।

কুণাল লিখেছেন,অরিজিতের অনুষ্ঠান হবে।তবে অন্য জায়গায়।এরপরে কুণালের সংযোজন, ‘গত ৯ ডিসেম্বর, অরিজিতের টিম অ্যাকোয়াটিকায় à§§ লক্ষ টাকা জমা দিয়েছিল। এখনও পরিদর্শন চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিজেপি সস্তা রাজনীতি করছে।’ সলমনের টিম মিলনমেলা পছন্দ করলেও অরিজিতের পছন্দ অ্যাকোয়াটিকা। এনিয়ে আনুষ্ঠানিক আবেদন প্রশাসন পায়নি বলেই এখনও খবর। সব ঠিক থাকলে ভালোভাবেই অনুষ্ঠান হবে।

কুণাল আরও লিখেছেন, অরিজিৎ বাংলার গর্ব। তাকে নিয়ে বিজেপির রাজনীতি নিন্দার। সলমন খানকে নিয়ে অনুষ্ঠানটিও ইকো পার্কে বাতিল হয়েছে। সেটি মিলনমেলায় হবে। সেটির আয়োজক ছিল বিধাননগরের মেয়রের পুত্র রাজদীপ। কই , বিতর্ক হয় নি তো?

Related articles

ধরমশালায় পৌঁছনো নিয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট

আগামী ১১ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। কিন্তু অপারেশন সিন্দুরের(Operation Sindoor) পর খানিকটা হলেও চিন্তায় মুম্বই...

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৭২ জন। যার মধ্যে কলকাতার চারজন পরীক্ষার্থীর নাম রয়েছে। অষ্টম...

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়,...

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...
Exit mobile version