হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রযোজক নীতিন মনমোহন

0
1

বছর শেষের আগেই ফের দুঃসংবাদ বলিউডে। প্রয়াত প্রযোজক নীতিন মনমোহন (Nitin Manmohan) ৷ হৃদরোগে (Heart Attack)আক্রান্ত হয়ে কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না সিনে দুনিয়ায়। পাড়ি দিলেন তিনি তারার দেশে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস (Passed Away)ত্যাগ করেন প্রযোজক। মৃ*ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

২০২২ জুড়ে একের পর এক প্রিয় মানুষের চলে যাওয়ার সাক্ষী থেকেছে টলি থেকে বলি। মন খারাপের মেজাজ বদলালো না বছরের শেষে এসেও। সূত্রের খবর গত à§© ডিসেম্বর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান চলচ্চিত্র প্রযোজক। ভেন্টিলেশনের সাপোর্টে (Ventilation Support) রাখা হয়েছিল তাঁকে। শুরু থেকেই তাঁর অবস্থা ছিল । অবশেষে বৃহস্পতিবার স্ত্রী এবং মেয়েকে রেখে না ফেরার দেশে পাড়ি দিলেন নীতিন মনমোহন (Nitin Manmohan)। কিন্তু শেষমেশ আর ফেরা হল না। সলমান খান (Salman Khan)অভিনীত ‘ রেডি’ ছবির প্রযোজনা করেছিলেন তিনি। ‘ বোল রাধা বোল; , ‘লাডলা’, ‘ ইয়ে দিল মাঙ্গে মোর’ ,’ বাগী’ এর মতো ছবি প্রযোজনা করেছিলেন তিনি। স্ত্রী কন্যাকে রেখে চলে গেলেন না ফেরার দেশে।