Monday, November 10, 2025

যদি ভারত-পাকিস্তান টেস্ট ম‍্যাচ হয়, তবে তা আয়োজন করতে তৈরি এমসিজি, জানালেন এমসিসির প্রধান

Date:

যদি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয়, তবে তা আয়োজন করতে তৈরি এমসিজি। এদিন এমনটাই জানালেন এমসিসির প্রধান স্টুয়ার্ট ফক্স। সদ‍্য টি-২০ বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম‍্যাচ ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। সেই ম‍্যাচের রেশ কাটতে না কাটতেই এমসিসির প্রধান ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ আয়োজন করার প্রস্তাব দিয়েছেন।

এই নিয়ে এমসিসির প্রধান স্টুয়ার্ট ফক্স বলেন,” অবশ্যই এমসিজিতে টানা তিনটি টেস্ট ম্যাচ খেলাটা দারুণ হবে। স্টেডিয়াম প্রতিবারই ভরে যাবে। আমরা এ বিষয়ে তথ্য নিয়েছি। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলেছি। আমি জানি ভিক্টোরিয়া সরকারও তাই করেছে। আমি জানি ব্যস্ত সময়সূচীর মধ্যে এটি খুব জটিল, তাই এটা একটা বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন,” ক্রিকেট অস্ট্রেলিয়ার এবিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কথা বলা উচিত। এটা প্রত্যাশিত যে ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসির সঙ্গে এ বিষয়ে কথা বলবে এবং জোর দিয়েই বলবে। বিশ্বজুড়ে অনেক টেস্ট ম্যাচেই স্টেডিয়াম খালি থাকে। তাই আমি মনে করি ভরা স্টেডিয়ামে ম্যাচ হওয়া দরকার। যাতে সেখানকার পরিবেশ খেলার জন্য আরও ভাল হয়ে ওঠে।”

ফক্স আশা করছেন, তিন টেস্টের সিরিজের এই ম্যাচে স্টেডিয়াম ভরে যাবে। ঠিক যেমনটা হয়েছিল ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপের ম্যাচে। এই নিয়ে তিনি বলেন, “ভারত-পাকিস্তানের ম্যাচে যে পরিবেশ ছিল, এমসিজিতে এমন পরিবেশ আগে কখনও দেখিনি। প্রতিটি বলেই উত্তেজনা ছিল। যা এককথায় নজিরবিহীন। সমর্থকেরা তাদের পরিবার এবং সন্তানদের সঙ্গে এই ম্যাচ দারুণ উপভোগ করেছিলেন।”

ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ শেষ খেলা হয়েছিল ২০০৭ সালে। এরপর শুধুমাত্র আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে দুই দেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী পর্যায়ে ২০২৩ সালে এমসিজি-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে।

আরও পড়ুন:বিএফসিকে সমীহ, তবে জয়ের ব‍্যাপারে আশাবাদী লাল-হলুদ কোচ

 

Related articles

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...
Exit mobile version