Saturday, August 23, 2025

মোদি একা নন, শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যে আসছেন ৯ কেন্দ্রীয় মন্ত্রী

Date:

শুক্রবার ঝটিকা সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রধানমন্ত্রীর এই সফরে হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন, জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক পাশাপাশি রয়েছে একগুচ্ছ কর্মসূচী। অবশ্য প্রধানমন্ত্রী(Prime Minister) একা নন এই সফরে তাঁর সঙ্গে কলকাতায় আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman) সহ ৯ জন কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রী সহ এতজন কেন্দ্রীয় মন্ত্রীর একসঙ্গে কলকাতা সফর সাম্প্রতিক অতীতে ঘটেনি। তাই এদিন নেতানেত্রীদের যাবতীয় কর্মসূচির দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবিতে অনেকদিন ধরেই সরব রাজ্য সরকার। গঙ্গা-পদ্মার ভাঙন ইস্যুতেও কেন্দ্রের কাছে একগুচ্ছ দাবি পেশ করেছে নবান্ন। কেন্দ্রীয় মন্ত্রীদের সমাবেশে বিষয়গুলি কি আলোচনার জন্য উত্থাপিত হবে? যা নিয়ে চলছে জোর জল্পনা। কেন্দ্রের চাপানো সমস্ত শর্ত মেনে নেওয়ার পরও ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। সম্প্রতি নবান্নে আয়োজিত পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে সে প্রসঙ্গ উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আরও একবার মমতা এসব ইস্যুতে সরব হতে পারেন বলে শোনা যাচ্ছে। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংও। সেই কারণে জল্পনা আরও জোরদার হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গঙ্গা-পদ্মার ভাঙন সমস্যা নিয়ে বৈঠকেই আলোচনা হবে। এ বিষয়ে আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। ভাঙনের কারণে মানুষের দুর্দশার যাবতীয় তথ্য লিপিবদ্ধ করেছে রাজ্য সেচদপ্তর। তা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হতে পারে। সচিব স্তরেও বিষয়গুলি বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সীতারামন, গিরিরাজ ছাড়াও জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব, আবাসনমন্ত্রী হরদীপ সিং পুরী, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশি, শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজকুমার সিং এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের কলকাতায় আসার কথা। পরিষদের সদস্য হিসেবে উপস্থিত থাকতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি। বিহারের প্রতিনিধি হিসেবে উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের থাকার কথা। নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সন সুমন বেরিও বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে।

একঝলকে দেখে নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুক্রবারের সফরসূচি

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version