Monday, November 10, 2025

চলন্ত বিমানে বচসা, যাত্রীদের হাতাহাতিতে বেহাল বিমানসেবিকা !

Date:

সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল চলন্ত বিমানের বচসা। শুধু কথা কাটাকাটি নয় রীতিমত হাতাহাতির পর্যায়ে চলে গেল গোটা ঘটনা আর তারপর ভাইরাল হওয়া যেন সময়ের অপেক্ষা। থাই স্মাইলি এয়ারওয়েজের (Thai Smile Airways) দুই যাত্রীর বচসা থেকে হাতাহাতির ঘটনা সামাল দিতে নাজেহাল বিমান সেবিকা (flight attendant)। দুই ব্যক্তির মধ্যে মারমুখী যাত্রীর কাণ্ড দেখে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। এই ঘটনার পর বিমানের বাকি যাত্রীদের কাছে সৌজন্যবোধ দেখিয়ে ক্ষমা চায় থাই বিমান সংস্থা (Thai Smiile Airways)। কিন্তু ঠিক কী কারণে এত গণ্ডগোল?

সূত্র বলছে ভাইরাল ভিডিওটি গত মঙ্গলবারের। জানা যায়, ব্যাংকক থেকে ভারতে (Bangkok – India flight)আসছিল বিমানটি। মাঝ আকাশে, চলন্ত বিমানে হঠাৎ বচসা, এক ব্যক্তি চড়াও হয়েছেন আরেকজনের উপরে। কোনও একটি বিষয় নিয়ে দুই যাত্রীর মধ্যে বচসা ক্রমাগত তীব্র আকার ধারণ করে। ভাইরাল ভিডিওতে শোনা যায়, একজন আরেক জনকে হাত নামিয়ে কথা বলতে নির্দেশ দেন। এরপরেই এক যাত্রী মারমুখী হয়ে ওঠে অপরজনের উপরে। প্রথম যাত্রীর বন্ধুরাও ছুটে এসে দ্বিতীয় যাত্রীকে মারধর শুরু করলে, সেখান থেকে এলোপাথাড়ি হাতাহাতি শুরু হয়। এই সময় একজন বিমানসেবিকা এগিয়ে গিয়ে মারপিট থামানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয় নি। অবশ্য ভিডিওতে দেখা গেছে যে দ্বিতীয় যাত্রী কখনই পালটা আক্রমণ করেননি। তাঁকে কেবল মার আটকাতেই দেখা যায়। এদিকে চলন্ত বিমানের মধ্যে এমন ঘটনায় হতবাক হয়ে পড়েন বিমানের বহু যাত্রী। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় নেট দুনিয়ায়। এই ঘটনায় অন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে থাই বিমান সংস্থা বলে খবর।

 

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version