Monday, August 25, 2025

বড়দিনে আছড়ে পড়েছিল ‘বম্ব সাইক্লোন’। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০ জন। চার দিন কেটে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। পারদ নেমে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস। বছর শেষে রীতিমতো লন্ডভন্ড অবস্থা বহু এলাকার। এর মাঝেই অবাক করা দৃশ্য ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে নেমে যাওয়ায় নায়াগ্রা নদীর জল জমতে শুরু করেছে। জলের উপর বরফের আস্তরণ পড়েছে। আর সেই বরফ নিয়েই নীচে আছড়ে পড়ছে নায়াগ্রা জলপ্রপাত।

নায়গ্রা ফলস নিউ ইয়র্ক স্টেট পার্কের ওয়েবসাইট অনুযায়ী, এই জলপ্রপাতে স্বাভাবিক অবস্থায় ৩২ ফুট প্রতি সেকেন্ড বেগে প্রতি সেকেন্ডে ৩,১৬০ টন জল প্রবাহিত হয়। নদীতে বরফ জমে যাওয়ায় সেই গতি কিছুটা রুদ্ধ হচ্ছে।

তুষারঝড়ের জেরেই জমে গিয়েছে নায়াগ্রা জলপ্রপাত। সাদা বরফে মোড়া জলপ্রপাতের ছবি হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নায়াগ্রা পার্ক কর্তৃপক্ষের দাবি, জলরাশি বিপুল হওয়ায় কখনই তা পুরোপুরি জমে যাওয়া সম্ভব নয়। তবে জলপ্রপাতের উপরের অংশের জলরাশি জমে গিয়েছে। শুধু তাই নয়, গত কয়েকদিনে এই জলপ্রপাতের জল যে গতিতে নীচে আছড়ে পড়ে, যা বেশ কিছুটা কমেছে। উপরিভাগ বরফে পরিণত হলেও জলপ্রপাতের স্রোত এখনও বয়ে চলেছে। নায়াগ্রা জলপ্রপাতের এমন নৈসর্গিক রূপ দেখার জন্য ভিড় জমাচ্ছেন পর্যটকরাও।

১৯৬৪ সালের আগে বরফের কারণে নায়াগ্রার জলের গতি বাধাপ্রাপ্ত হত। কারণ নদীর উৎসই ঠান্ডায় জমে যেত। নদীর জলের গতি সচল রাখতে স্টিল আইস-বুম লাগানো হয়। যা বরফের চাঁই জলের উপর জমতে দেয় না।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version