Thursday, August 28, 2025

করোনার চোখরাঙানিতে বর্ষবরণের অনুষ্ঠানে কোপ! দিঘায় পিছল গোবিন্দর অনুষ্ঠান

Date:

হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বর্ষবরণের উদযাপনে মেতে উঠবেন দেশ তথা রাজ্যবাসী। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রস্তুতি (Preparations)। আর প্রতিবছরই বর্ষশেষে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব (Club), পাব (Pub), ডিস্ক (Disc) সবজায়গাতেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রেও (Tourism Centre) অত্যন্ত জাঁকজমকতার সঙ্গে পালিত হয় ৩১ ডিসেম্বর। তবে বছরখানেক আগেও বর্ষশেষের অনুষ্ঠানের বাজেট ছিল আকাশছোঁয়া। কিন্তু চলতি বছরে ফের বিশ্বে ফিরেছে কোভিড (Covid) আতঙ্ক। আর যার জেরেই ভেবেচিন্তে পা ফেলতে চাইছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। আর সেকারণে এক ধাক্কায় অনেকটাই নেমেছে বাজেট। আর সেকারণেই দিঘায় (Digha) পিছল হল বলিউড অভিনেতা গোবিন্দর (Govinda) শো।

করোনার নতুন ভ্যারিয়েন্ট Bf.7-এর চোখ রাঙানিতে শঙ্কার মেঘ ঘনিয়েছে বর্ষবরণের (New Year Celebration) উদ্যোক্তাদের মধ্যে। তবে রাজ্যের পরিস্থিতি বর্তমানে আয়ত্তে। কিন্তু তবুও নতুন করে ব্যবসা বন্ধের আশঙ্কা তাঁদের থেকেই যাচ্ছে। আর সেকারণে বাজেট কাটছাঁট করেই অনুষ্ঠানের উদ্যোগ নিচ্ছেন তাঁরা। জানা গিয়েছে, বর্ষবরণের রাতে দিঘায় আসার কথা ছিল গোবিন্দর। অনুষ্ঠানের অ্যারেঞ্জার বাবুয়া ভৌমিক জানিয়েছেন, এ বিষয়ে অভিনেতার সঙ্গে কথাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা পিছতে হল।

উদ্যোক্তারা জানিয়েছেন, অনুষ্ঠান পিছিয়ে মার্চ মাসে করা হয়েছে। গোবিন্দর পাশাপাশি অনুষ্ঠানে থাকার কথা ছিল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এবং গায়িকা পূর্ণিমা শ্রেষ্ঠার (Purnima Shrestha)। তবে বড় তারকাদের বাজেট আকাশছোঁয়া। তাই সেই পথ এড়িয়ে যাচ্ছেন বেশিরভাগই। রিয়েলিটি শোয়ের (Reality show) চ্যাম্পিয়নদের এনেই অনুষ্ঠান উদযাপনের আনন্দে মাতছেন সকলে।

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version