‘ঘুমিয়ে পড়েছিলাম’, গাড়ি দুর্ঘ*টনা নিয়ে পুলিশের কাছে বললেন পন্থ

এদিকে হরিদ্বার পুলিশের তরফে বলা হয়েছে যে, কপালের জোরে বেঁচে গিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক। বড়সড় ক্ষতিও হয়ে যেতে পারত।

ভয়াবহ গাড়ি দুর্ঘ*টনায় আহত ঋষভ পন্থ। মাথায় গুরুতর চোট লেগেছে পন্থের। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে দুর্ঘ*টনাগ্রস্ত ঋষভের গাড়ি। দুর্ঘ*টনার দুমড়ে গিয়েছে ঋষভের গাড়ি। কিভাবে হল দুর্ঘ*টনা? সেই নিয়ে পুলিশের কাছে বলেছেন পন্থ। পন্থ জানিয়েছেন সেই দুর্ঘ*টনার সময় ঘুমিয়ে পড়েছিলেন তিনি।

এই নিয়ে উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার বলেন, “ভোর à§«.৩০ মিনিটে ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনাটি ঘটে। রুরকির মহম্মদপুর জটের কাছে ঘটে সেই দুর্ঘটনাটি। পন্থ জানিয়েছেন গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে দেরাদুনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।”

এদিকে হরিদ্বার পুলিশের তরফে বলা হয়েছে যে, কপালের জোরে বেঁচে গিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক। বড়সড় ক্ষতিও হয়ে যেতে পারত। এই নিয়ে হরিদ্বার গ্রামীণ শাখার এসপি স্বপন কিশোর সিং বলেন, “বিরাট জোরে একটা আওয়াজ হয়েছিল দুর্ঘ*টনার সময়। গ্রামের লোকজন এবং স্থানীয় পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখান থেকে দেরাদুনের বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পন্থকে। পন্থের কপালে চোট লেগেছে। হাতে এবং ডান হাঁটুতে চোট পেয়েছেন। জ্ঞান আছে পন্থের। কথাও বলছেন। গাড়িটি সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে। বড় দুর্ঘটনার হাত থেকে কপালের জোরে বেঁচে গিয়েছেন পন্থ।”

জানা যাচ্ছে, ঋষভ পন্থ নিজেই তাঁর গাড়িটি চালাচ্ছিলেন। রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়।

আরও পড়ুন:পেলের মৃত্যুতে শোকবার্তা মুখ‍্যমন্ত্রীর