Thursday, August 28, 2025

পঞ্চায়েতের আগে ব্যাপক জনসংযোগের লক্ষ্যে ‘দিদির সুরক্ষা কবজ’ প্রকল্প ঘোষণা অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের(Panchayat election) আগে বিপুল জনসংযোগ এর লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামল তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে বড় ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। জানালেন, আগামী ১১ই জানুয়ারি থেকে ‘দিদির সুরক্ষা কবচ'(Didir Suraksha Kavach) প্রকল্পের অন্তর্গত তৃণমূলের সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবক রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে যাবেন। কথা বলবেন মানুষের সঙ্গে। জানাবেন সরকারি প্রকল্পের খুঁটিনাটি। এর জন্য ‘দিদির দূত’ নামক একটি অ্যাপও চালু করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ঘোষণা করা ‘দিদির সুরক্ষা কবজ’ প্রকল্পের মাধ্যমে তৃণমূলের সাড়ে ৩ লক্ষ স্বেচ্ছাসেবক ‘দিদির দূত’ হয়ে রাজ্যের ১০ কোটি মানুষের বাড়িতে পৌঁছবেন। মানুষকে জানাবেন মমতা সরকারের ১৫টি ‘ফ্ল্যাগশিপ’ প্রকল্পের খুঁটিনাটি। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ‘জয় বাংলা’, ‘ঐক্যশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’, ‘যুবশ্রী’, ‘নিজ গৃহ নিজ ভূমি’, ‘খাদ্যসাথী’, ‘কন্যাশ্রী’ সহ আরো একাধিক প্রকল্প। কোনও প্রকল্প পেতে অসুবিধা হচ্ছে কি না, তা-ও জানতে চাইবেন দিদির দূতেরা। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনও পরামর্শ থাকলেও তা নথিভুক্ত করে নেবেন দিদির দূতেরা। তার পর অ্যাপের মাধ্যমে তা চলে আসবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই সাড়ে তিন লক্ষ কর্মী মাঠে নামার আগে ৩০০ জন রাজ্যস্তরের তৃণমূল নেতা ১০ দিন করে গ্রামে রাত্রিযাপন করবেন। চলবে জনসংযোগের পর্ব। রাত্রিবাস শেষে সেই বাড়িতেই পৌঁছবে দিদির দূতেরা। কথা বলবেন রাজ্য সরকারি প্রকল্প পাচ্ছেন কি না, তা নিয়ে। রাজনৈতিক মহলের দাবি, মানুষের কাছে পৌঁছতে হলে মানুষের সুখ-দুঃখ জানতে হবে। তার জন্য এই প্রকল্প নিঃসন্দেহে ব্যাপকভাবে কার্যকরী হয়ে উঠবে তৃণমূলের জন্য। এখনো পঞ্চায়েত ভোটের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তার আগে তৃণমূলের এই প্রকল্পের মাধ্যমে মানুষের সুবিধা অসুবিধা বাড়ি বাড়ি গিয়ে জানবেন তৃণমূল কর্মীরা। সরকারি প্রকল্প পেতে কি কি করতে হবে মানুষকে তা বিশদে জানবে জানাবেন তারা। পঞ্চায়েত নির্বাচনের আগে দিদির সুরক্ষা কবচ যে তৃণমূলের মাস্টার্স স্টোক তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...