Thursday, August 21, 2025

মঙ্গলবার পেলের শেষকৃত্যে

Date:

Share post:

মঙ্গলবার পেলের শেষকৃত্যের যাবতীয় পরিকল্পনাও সেরে ফেলা হয়েছে। স্যান্টোসের বিভিন্ন রাস্তায় ফুটবল সম্রাটের মরদেহ নিয়ে শেষযাত্রা হবে। পেলের পৈতৃক ভিটের সামনে দিয়েও তাঁর মরদেহ নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, এই বাড়িতেই থাকেন পেলের শতায়ু মা ডোনা সেলেস্তে আরান্তেস। যদিও তিনি শয্যাশায়ী এবং দীর্ঘদিনের রোগভোগে অতীতের সব স্মৃতি হারিয়ে ফেলেছেন। কাউকে চিনতেও পারেন না। তাই ছেলের মৃত্যুর সংবাদ জানেন না।

পেলের নশ্বর দেহ সমাধিস্থ করা হবে নেক্রোপোল একুমেনিকাতে। ১৪ তলা উঁচু এই বাড়ির সর্বোচ্চ তলায় শায়িত থাকবেন ফুটবল সম্রাট। তবে পেলের শেষকৃত্য অনুষ্ঠানে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপস্থিত থাকবেন তাঁর পরিবারের সদস্যরা। এদিকে সোমবার ফুটবল সম্রাটকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। পেলের কফিনের সামনে দাঁড়িয়ে পেলের স্ত্রী ও পুত্রকে সান্ত্বনা দিতেও দেখা গিয়েছে তাঁকে। আবেগে ভেসে গিয়েছেন পেলের পরিবারের সদস্যরাও। স্ত্রী তো কেঁদেই ফেলেন স্বামীর নিথর দেহের সামনে।

সাও পাওলোর স্যান্টোসের হোম গ্রাউন্ড ভিলা বেলমিরো স্টেডিয়াম। এই মাঠের সবুজ ঘাসেই বেড়ে উঠেছিলেন তিনি। এই মাঠেই খেলতে খেলতে কিংবদন্তি হয়ে ওঠা তাঁর। সোমবার ভোররাতে নিজের প্রিয় মাঠেই শেষবারের মতো পা রাখেন পেলে। যে মাঠে অসংখ্য স্মরণীয় গোল করে স্যান্টোসকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন, সেই মাঠেই মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত শায়িত থাকেন সম্রাটের কফিনবন্দি নিথর দেহ। তারপর শুরু হয় তিন-তিনটি বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তির শেষযাত্রা।

ফুটবল সম্রাটকে শেষ শ্রদ্ধা জানাতে ভোর রাত থেকেই স্টেডিয়ামের সামনে ভিড় জমাতে শুরু করেছিলেন ফুটবলপ্রেমীরা। সোমবার সকাল দশটার সময় গেট খোলা হয়। তার আগেই কয়েক হাজার জনতার দীর্ঘ লাইন পড়ে গিয়েছিল। এমনই একজন পাওলো ডুয়ার্তে সোয়ারেজ। ৩৬ বছর বয়সি যুবক পেলেকে শেষ দেখা দেখতে রবিবারই চলে এসেছিলেন বেলমিরো স্টেডিয়ামে। গোটা রাত অপেক্ষায় ছিলেন।

সোয়ারেস বলছিলেন, ‘‘সম্রাটকে শেষবার দেখতেই হবে। তাই চলে এসেছি। ওঁকে আর কখনও দেখতে পাব না।’’ লাইনে দাঁড়ানো ৫৮ বছরের এমিলিও ডি লিমার দু’চোখে জল। বলছিলেন, ‘‘কেরিয়ারের একেবারে শেষদিকে পেলের একটা ম্যাচ দেখার সৌভাগ্য হয়েছিল। স্পষ্ট মনে আছে, স্যান্টোস ও পালমেইরাসের মধ্যে ম্যাচটা ১-১ ড্র হয়েছিল।’’ গভীর রাত পর্যন্ত এভাবেই সম্রাটকে অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করে গেলেন হাজার হাজার অনুরাগী। প্রত্যেকেরই চোখে জল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...