Monday, August 25, 2025

তুনিশার মৃ*ত্যুর জন্য দায়ী তাঁর মা, চাঞ্চল্যকর দাবি শীজানের বোনের

Date:

গত, ২৪ ডিসেম্বর অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) আত্মহ*ত্যার পরদিনই গ্রেফতার করা হয় তাঁর প্রেমিক শীজান খানকে (Sheezan Khan)। তুনিশার মা অভিযোগ করে বলেছিলেন, তাঁদের মেয়েকে আত্মহ*ত্যায় প্ররোচনা দিয়েছেন এই অভিনেতা শীজান (Sheezan Khan)। এবার তুনিশার (Tunisha Sharma)পরিবারের সেই অভিযোগ নস্যাৎ করে দিল শীজানের পরিবার। অভিনেতার বোনের দাবি, “আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। লাগাতার সেটা করে যাচ্ছেন অভিনেত্রী তুনিশার মা ভনিতা শর্মা।”

মা ও বোনকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে শীজান খানের বোন ফলক বলেন, “তুনিশা আমাদের পরিবারের সদস্যের মতোই ছিলেন। আর তুনিশাকে হিজাব পরতে বাধ্য করার যে অভিযোগ উঠছে, তা সম্পূর্ণ মিথ্যে। কারণ, এমন কোনও ঘটনা কোনওদিনই ঘটেনি।” শুধু তাই নয়, মৃতা অভিনেত্রীর পরিবার নিয়ে একগুচ্ছ অভিযোগ করে শীজানের মা বলেন, “তুনিশার উপর তাঁর মা ভনিতা এবং এক আত্মীয় সঞ্জীব কৌশলের প্রচণ্ড প্রভাব ছিল। সামান্য টাকার জন্যও তুনিশাকে তাঁর মায়ের কাছ হাত পাততে হতো। কার্যত ওই আত্মীয় ও মা ভনিতাই তুনিশার জীবন নিয়ন্ত্রণ করতেন। সেকারণেই সঞ্জীবের সঙ্গে তুনিশার সম্পর্ক একেবারেই ভালো ছিল না।”

শীজানের বোন আরও বলেন, “অন্যদিকে অভিনেত্রীর আর এক কাকা পবন শর্মা ছিলেন তাঁর প্রাক্তন ম্যানেজার। আত্মীয় হওয়ার সূত্রে তিনি তুনিশার উপর জোর খাটাতেন এবং প্রচণ্ড খারাপ ব্যবহার করতেন। যার জেরে পবনের ম্যানেজারের চাকরিও চলে যায়।”

শীজান ব্রেকআপ করায় তুনিশা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেজন্যই তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিনেত্রীর মানসিক অবস্থার জন্য তাঁর নিজের পরিবারই দায়ী বলে দাবি করেন ফলক। তাঁর দাবি, প্রয়াত অভিনেত্রী শৈশবে সেভাবে মায়ের সান্নিধ্য পাননি। সেকথা ভনিতাও স্বীকার করেছেন যে, তিনি সঠিকভাবে মেয়ের দিকে নজর দিতে পারেননি। আর সেই মানসিক চাপই তুনিশাকে শেষ করে দিয়েছে। শৈশবের সেই যন্ত্রণাই ২০ বছরে এসে তুনিশাকে আত্মহ*ত্যার পথে ঠেলে দেয় বলে দাবি করেন ফলক।

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version