নতুন দুই বিদেশিদের নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে প্রস্তুতি শুরু বাগানের

চলতি আইএসএল-এ দুরন্ত ফর্মে রয়েছে জুয়ান ফেরান্দোর দল। ১২ ম‍্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে বাগান ব্রিগেড। শনিবার ঘরের মাঠে প্রীতম

নতুন দুই বিদেশি ফুটবলার স্লাভকো দামজানোভিচ এবং ফেডেরিকো গালেগোকে নিয়ে প্রস্তুতিতে নেমে পড়ল এটিকে মোহনবাগান। নিয়মিত খেলা প্রথম দলের ফুটবলারদের চোট-আঘাত সমস্যা কাটিয়ে উঠতে এবং রিহ্যাবের জন্য বুধবার পর্যন্ত ছুটি দিয়েছিলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ১৪ জানুয়ারি যুবভারতীতে ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের। আর সেই কারণেই বৃহস্পতিবার থেকে তারই প্রস্তুতিতে নেমে পরল সবুজ-মেরুন ব্রিগেড।

চলতি আইএসএল-এ দুরন্ত ফর্মে রয়েছে জুয়ান ফেরান্দোর দল। ১২ ম‍্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে বাগান ব্রিগেড। শনিবার ঘরের মাঠে প্রীতম কোটালদের সামানা সামনি মুম্বই সিটি এফসি। আইএসএলে কখনও মুম্বইকে হারাতে পারেনি তারা। এমন একটা কঠিন লড়াইয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে নামছেন হুগো বৌমোস, প্রীতম কোটালরা। আগের ম্যাচে গোয়াকে হারালেও লিগ টেবলে চার নম্বরে দল। এবার শীর্ষে ওঠার লড়াই বৌমোসদের।