Tuesday, May 13, 2025

‘বন্দে ভারত’ না হলেও ‘শতাব্দী’ হোক ! তদন্তের গতি নিয়ে সিবিআইকে দুষলেন বিচারক

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেলে পার্থ চট্টোপাধ্যায়। ১৯ জানুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ‘এজেন্ট মারফত টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের দেওয়া হয়েছিল চাকরি’ উল্লেখ সিবিআইয়ের রিমান্ড কপিতে। ‘প্রকাশ্যে নিয়ে আসুন এজেন্টদের’। সিবিআইয়ের তদন্তে গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য বিচারকের। ‘তদন্তে গতি আনুন’  সিবিআইকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারকের। ‘মন্ত্রীর পক্ষে সবকিছু জানা সম্ভব নয়, স্টেপগোট করা হয়েছে’। ‘সিবিআইয়ের হেফাজতে নেওয়াটাও ষড়যন্ত্র’, পাল্টা সওয়াল পার্থর আইনজীবীদের।

এদিনের শুনানিতে উঠে আসে বন্দে ভারতের প্রসঙ্গ। আলিপুর আদালতের বিচারক সিবিআইয়ের আইনজীবীকে বলেন, এই তদন্তের গতি দুন এক্সপ্রেসের মতো। সেই গতি বন্দে ভারতের মতো না হোক অন্তত শতাব্দীর মতো তো হতে পারে। এদিন আদালতে পার্থর জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই বলেন, এজেন্ট নিয়োগ করে টাকার বিনিময়ে নিয়োগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই এজেন্টরা অযোগ্যদের ফোন করে চাকরির প্রস্তাব দিতেন। দাবি মতো টাকা দিতে পারলে সেই প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করতেন পার্থ।

বৃহস্পতিবার আলিপুরের বিশেষ আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ৭ জনকে। এই মামলার শুনানিতেই সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানান, তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। নিয়োগ দুর্নীতিতে আরও কিছু মানুষের যুক্ত থাকার প্রমাণ মিলেছে। তদন্তে উঠে এসেছে, বহু চাকরিপ্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...