Monday, August 25, 2025

UGC: নিতে হবে ছাড়পত্র! ভারতে আসা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি নিতে পারবে না অনলাইন ক্লাস

Date:

ভারতে ক্যাম্পাস খুলতে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয় (Forgein Universities) । তবে এদেশে ক্যাম্পাস (Campus) তৈরি করতে হলে কী কী বিধি আরোপিত (Rules and Regulations) হবে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির উপর সেবিষয়ে মতামত জানালেন মঞ্জুরি কমিশন (UGC)-র প্যানেলের প্রধান এম জগদীশ কুমার (M Jagdish Kumar)। বৃহস্পতিবার তিনি জানান, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতে ক্যাম্পাস খুলতে চাইলে প্রথমেই তাঁদের ইউজিসি-র কাছে ছাড়পত্র নিতে হবে। ভারতে বিশ্ববিদ্যালয় পরিচালনার যা যা নিয়মকানুন আছে, তা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে মেনে চলতে হবে।

এম জগদীশ কুমার আরও জানান, ১০ বছরের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে প্রাথমিক ছাড়পত্র দেওয়া হবে। তবে শুধু ইউজিসি-র ছাড়পত্রই নয়, তার পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার মাধ্যম (Mode of Education) কী হবে সে ব্যাপারেও জানিয়েছেন ইউজিসি কর্তা। তিনি জানান, ভারতে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিকে পূর্ণ সময়ের কোর্স পড়াতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিকে অফলাইন ক্লাস নিতে হবে। তবে অনলাইনল ডিগ্রি বা ডিসট্যান্স লার্নিংয়ের অনুমতি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে দেওয়া হবে না বলে জানিয়েছেন জগদীশ। কিন্তু পড়ুয়া ভর্তির (Student Admission) বিষয়ে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির স্বাধীনতা থাকবে বলে জানা গিয়েছে। জগদীশ কুমার জানিয়েছেন, ভর্তির প্রক্রিয়ার বিষয়টি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি নিজেরাই ঠিক করতে পারবেন।

পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে যাতে শিক্ষার মান (Education Quality) বজায় থাকে, সে ব্যাপারেও ইউজিসি-র কড়া নজর থাকবে। জগদীশ জানিয়েছেন, বিদেশে ওই বিশ্ববিদ্যালয়গুলিতে যে মানের পড়াশোনা হয়, সেই মানের পড়াশোনা ভারতের ক্যাম্পাসে করাতে হবে। সেই বিশ্ববিদ্যালয়গুলিকে ফান্ডের বিষয়টি নিয়েও জানিয়েছেন ইউজিসি প্রধান। তিনি জানিয়েছেন, ফরেন দ্য এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে (Foreign the Exchange Management Act) বিদেশি ফান্ডের (Forign Funding) বিষয়টি নিয়ন্ত্রিত হবে। চলতি মাসের শেষে চূড়ান্ত বিধি নিষেধের বিষয়টি প্রকাশ করা হবে জানিয়েছেন তিনি।

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version