Saturday, November 15, 2025

জল সংরক্ষণের দায় নেবে না কেন্দ্র! রাজ্যের মুখ্যসচিবদের সাফ জানালেন প্রধানমন্ত্রী

Date:

জল সংরক্ষণ (Water Preservation) এবং জল সম্পদ সম্পর্কিত যাবতীয় দায় রাজ্যের (States) ঘাড়েই ঠেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ন্যাশনাল কনফারেন্স (National Conference)। আর সেই অনুষ্ঠানেই রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। চলতি মাসের ৭ তারিখ অবধি এই বৈঠক চলবে। এদিন মোদি সাফ জানিয়ে দেন, সংবিধান অনুযায়ী জল সম্পর্কিত যে কোনও বিষয় রাজ্যের আওতায় পড়ে। তবে জল সংরক্ষণ ইস্যুতে দেশের লক্ষ্যপূরণে রাজ্যগুলির প্রচেষ্টা বা ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন নমো।

পাশাপাশি এদিন রাজ্যগুলিকে জল ব্যবহারের প্রস্তাব বুঝিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, স্থানীয় চাহিদা বুঝে সেই মতো ব্যবস্থা নিতে হবে। মোদি মনে করিয়ে দেন, রাজ্যগুলির একাধিক দফতর রয়েছে। সবার মধ্যে পরিকল্পনামাফিক লাগাতার যোগাযোগ ও আলোচনা প্রয়োজন। জল সংরক্ষণের কৃতিত্ব বা দায়িত্ব সরকারের একার নয়, প্রত্যেককেই সেই দায়িত্ব সমানভাবে পালন করতে হবে বলে এদিন মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে স্বচ্ছ ভারত মিশন (Swach Bharat Mission) প্রকল্পও। তিনি বলেন, স্বচ্ছ ভারত মিশনে অংশ নেওয়ার পরই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা এসেছে। একইভাবে জল সংরক্ষণের প্রচারের কাজে সাধারণ মানুষকে যুক্ত হতে হবে। সেকারণে জল সংরক্ষণ উৎসব পালন করারও প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী।

নীতি আয়োগের তরফে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রবীণ আধিকারিক মিলিয়ে মোট ২০০ প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত আছেন। বৈঠকগুলিতে জেলাগুলির সার্বিক উন্নয়ন, অর্থনীতি ও মডেল কেন্দ্রশাসিত অঞ্চল গঠন নিয়ে আলোচনা করা হবে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version