উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম‍্যাচ ড্র বাংলার

সরাসরি জিততে না পারলেও প্রথম ইনিংসে ১৬৩ রানে এগিয়ে থাকার সুবাদে বাংলা এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়েছে।

রঞ্জি ট্রফির ম‍্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। যার ফলে উত্তরাখণ্ড ম্যাচ ড্র করে রঞ্জি এলিটের গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানেই থাকল বাংলা। চার ম্যাচে তাদের এখন ১৯ পয়েন্ট। এই গ্রুপে উত্তরাখণ্ড শীর্ষে ছিল। তারা তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে।

সরাসরি জিততে না পারলেও প্রথম ইনিংসে ১৬৩ রানে এগিয়ে থাকার সুবাদে বাংলা এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়েছে। চারটি ম্যাচ খেলে মনোজ তিওয়াড়ির দল দুটি জিতেছে, দুটিতে হেরেছে। শুক্রবার সকালে ৪৮-১ নিয়ে খেলা শুরু করেছিল বাংলা। কিন্তু শেষদিনের সকালে দ্রুত রান তুলতে গিয়ে একটা সময় ১৯১-৭ হয়ে গিয়েছিল মনোজের দল। অভিমন্যু ঈশ্বরণ (৮২ নট আউট) ও সুদীপ ঘরামি (৭২) সকালে আরও ৯৬ রান যোগ করেছিলেন। স্বপ্নিল সিং সুদীপকে ফিরিয়ে দেওয়ার পর চারে আকাশ দীপকে পাঠানো হয়েছিল চার-ছয় হাঁকানোর জন্য। তিনি ৯ বলে ১৮ রান করে ফিরে যান। আর এরপরই বাংলা পরপর উইকেট হারিয়েছে। প্রদীপ্ত প্রামানিক ৮, শাহবাজ আমেদ ১, অভিষেক পোড়েল ২ ও মনোজ তিওয়ারি ৪ রান করে আউট হয়ে যান। এঁরা সবাই দ্রুত রান তুলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন। শেষপর্যন্ত বাংলা ২০৬-৭ করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এরপর উত্তরাখণ্ড বিনা উইকেটে ৬৯ রান তোলার পর খেলা ড্র হয়ে গিয়েছে। সেইসময় অবনীশ সুধা ৫৪ ও জীয়নজিৎ সিং ১৪ রানে নট আউট ছিলেন।

আরও পড়ুন:পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করল এসিসি

 

Previous articleআবাস যোজনা নিয়ে বিরোধীদের অপপ্রচার রুখতে প্রচারে তৃণমূল
Next articleশোভন-রত্নার ডিভোর্স মামলায় মূল সাক্ষী বৈশাখী! ব্যাপারটা কী?